আমার ব্যথাগুলো আরো ব্যথা নিয়ে মেঘ হয়ে চেপে গেছে চোখে আমি ভালো নেই.....
[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]
রবিবার, ১৭ মার্চ, ২০১৩
সেদিন ছিল..
বাতাসে ছিল নুপুরের নিক্কন
ফুলপরীর চোখে আবছা হতাশ মেঘ ,
কি যেন নেই কে যেন নেই
হাহাকারে আচ্ছন্ন হৃদয় কূপ
নিরাশার ফুলেরা
চন্দ্রমল্লিকার বাহু ধরে নৃত্যে উন্মাতাল ,
আজ হরিণীর চঞ্চল চোখে
ভীর করে না হতাশার জল
ফুলপরীর চোখে তবু ধোঁয়াশার চাদর
এখানে প্রবাহমান ছন্দের সেচ চলে
আমাদের নীড়ে ওঠে কাব্যের ঝড়
প্রেমিক অথবা অগ্নি পুরুষ..
তোমরা কবিকে বল চুপ থাকতে
কবি কি করে চুপ থাকতে পারে ?
না দ্রোহের কালে
না সংকটের কালে !
কবির কলম , জনতার কলম
কবির স্বর , জনতার স্বর ,
কবির কন্ঠ তাই এক হয়ে যায়
সকল দ্রোহের কালে ,
সকল অমনিশার কালে ,
শোষকের নির্মম যাতনার কালে !
কবির কলম হয়ে যায়
জনতার যাতনার ইতিহাস !
রণাঙ্গনের সংক্ষুদ্ধ মানুষের
একসাথে ফুঁসে ওঠার মিছিল !
কবি দ্রোহের কালে দ্রোহ রচনা করেন
প্রেমের কালে হয়ে ওঠেন
একনিষ্ঠ প্রেমিক !
চাঁদ ফুল তারা আর পৃথিবীর তাবৎ মনোহর
কবির কলমে হয়ে যায় প্রেম সরোবর !
কবি তুমি রচনা করো
গান করো
প্রেমিক হও
অথবা অগ্নির কালে
হয়ে যাও অগ্নি পুরুষ ।
তোমার চোখেই পড়ে না ...
একাকী কথা বলেছি
নির্জন সন্ধ্যায় , দুপুর কিংবা রাত
আর কার্ডিগান জড়ানো
রোমান্সের শীতকালের কথা ভেবে
অরণ্যচারী হয়েছে মন ।
দেবী আফ্রোদিতি তোমায়
ভালবাসার কথা শোনান নি
তাই হয়েছো তুমি পাথর মানব ।
দূর পাহাড়ের শিস শুনতে পাওনা
চোখে পড়ে না তোমার
তপ্ত দুপুরের কাঁপা কাঁপা অস্থির রোদ ।
একখন্ড অবুঝ মেঘ
অথবা বৃষ্টির কাঁপনের মতন
আমার শিশিরের মাত্রাবৃত্যের মন
তোমার চোখেই পড়ে না ।
তুমি একাকী থাক লক্ষীসোনা
রেললাইনের মত একাকী জীবনই
তোমাকে মানাবে ভাল ।
কোন কালে দহনের কালে মনে কর
অথবা অগ্নির কালে
পাশে পাবে দেখো।
এখন থাকুক তোমার একাকী মন,
রূপনগরে বিলাসী হয়ে পবনের সাথে
মাতাল হয়ে উম্মাদ হোক ।
চলে যাক অরন্য সময় ।
jo tere sang-blood money
Jo tere sang kaati raatein
Jiye jo haseen lamhe
Jo tere sang baati baatein
Bune jo haseen sapne
Woh toh hai ab bhi wohi, khade banke sawaali
Dekhe hai tera rasta, honthon pe leke shikwa
Woh ghar kyun bhool gaye todh gaye chodh gaye
Jannat jo tha
Jo tere sang kaati raatein
Jiye jo haseen lamhe
Jo tere sang baati baatein
Bune jo haseen sapne
Woh toh hai ab bhi wohi, khade banke sawaali
Dekhe hai tera rasta, honthon pe leke shikwa
Woh ghar kyun bhool gaye todh gaye chodh gaye
Jannat jo tha
Hoo...
Maanga jo chaaha jo dekha jo, mila wohi
Kaha jo socha jo kiya jo, hua wohi
Ho maanga jo chaaha jo dekha jo, mila wohi
Kaha jo socha jo kiya jo, hua wohi
Raahon mein mujhko khushi, phoolon ke jaise mili
Honthon pe mere hassi, kaliyon ke jaise khili
Woh ghar kyun bhool gaye todh gaye chodh gaye
Jannat jo tha
Hoo...
Saathiya
Mere hi ishaaron pe chale hai waqt bhi
Main hoon woh khiladi jisne sabko maat di
Haan mere hi ishaaron pe chale hai waqt bhi
Main hoon woh khiladi jisne sabko maat di
Nahin hai mujhsa koi, maine jo mitti chhui
Haan woh bhi sona hui, jalta mujhse har koi
Woh ghar kyun bhool gaye todh gaye chodh gaye
Jannat jo tha
Jo tere sang kaati raatein
Jiye jo haseen lamhe
Jo tere sang baati baatein
Bune jo haseen sapne
Woh toh hai ab bhi wohi, khade banke sawaali
Dekhe hai tera rasta, honthon pe leke shikwa
Woh ghar kyun bhool gaye todh gaye chodh gaye
Jannat jo tha
Hoo...
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)