কিছু দিয়ে যাও এই ধূলিমাখা পান্থশালায়,কিছু মধু দাও আমার বুকের ফুলের মালায়
কতজন গেল এ পথ দিয়ে আমার বুকের সুবাস নিয়ে
কিছু ধন তারা দিয়ে গেল, মর সোনার থালায়।
পথ চেয়ে আমি হেথা বসে আছি তোমার আশে
তুমি এলে যদি বসো প্রিয় আমার পাশে।
কিছু কথা বলা আমার সনে ঢেউ তুলে যাওয়া আমার মনে,এইটুকু শুধু দাও তুমি ওগো আমার ডালায় ।।