হৃদয়ে এখনও মাঝে কোন এক
অতীত কে ভেবে আঁতকে উঠি ।
চোখের সামনে পৃথিবীটাকে
অনেক অচেনা লাগে ।
পরিচিত সব মানুষ গুলোও
অস্পষ্ট এক ছায়া ।
ঘোলাটে অন্ধকার
চার পাশ ।
অতীত কে ভেবে আঁতকে উঠি ।
চোখের সামনে পৃথিবীটাকে
অনেক অচেনা লাগে ।
পরিচিত সব মানুষ গুলোও
অস্পষ্ট এক ছায়া ।
ঘোলাটে অন্ধকার
চার পাশ ।
চির চেনা কোন কণ্ঠস্বর
আর শুনতে পাই না ।
অদৃশ্যের কোন
হাতের স্পর্শ লাগে না
এখন আর ।
কেমন যেন জীবন থেকে
সহস্র মাইল পিছনে আমি
একা পরে আছি । হাঁটছি
জীবনের পথটা ধরেই ,
নিজের হারানো বেষ্টনীর মাঝেই
যেন কোন কিছুকে খোঁজে যাই
সারা বেলা ।
ফিরে পাওয়ার কোন আক্ষেপে নয় ।
নিজেকে ভুলে থাকার এক অক্লান্ত
পরিশ্রম ।
জানি এই অন্ধকারের হিংস্র ছোবল
থেকে বেঁচে থাকা যায় না ।
তবুও কিছুটা সময় , কিছুটা মুহূর্ত ,
নিজেকে আড়াল করে রাখা যায়
এই বর্তমান কে , সেই অতীত থেকে ।
তবে আমি এখনও মনে হয় পরে আছি
সেই অতীতে , যেখানে তোমাকে
হারিয়ে ছিলাম , ঠিক সেখানেই ।।
আর শুনতে পাই না ।
অদৃশ্যের কোন
হাতের স্পর্শ লাগে না
এখন আর ।
কেমন যেন জীবন থেকে
সহস্র মাইল পিছনে আমি
একা পরে আছি । হাঁটছি
জীবনের পথটা ধরেই ,
নিজের হারানো বেষ্টনীর মাঝেই
যেন কোন কিছুকে খোঁজে যাই
সারা বেলা ।
ফিরে পাওয়ার কোন আক্ষেপে নয় ।
নিজেকে ভুলে থাকার এক অক্লান্ত
পরিশ্রম ।
জানি এই অন্ধকারের হিংস্র ছোবল
থেকে বেঁচে থাকা যায় না ।
তবুও কিছুটা সময় , কিছুটা মুহূর্ত ,
নিজেকে আড়াল করে রাখা যায়
এই বর্তমান কে , সেই অতীত থেকে ।
তবে আমি এখনও মনে হয় পরে আছি
সেই অতীতে , যেখানে তোমাকে
হারিয়ে ছিলাম , ঠিক সেখানেই ।।