[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৩

মানুষ চলে গেলেই ক্ষতি কি ?



যদি তোমার ভালবাসার মানুষটি তোমাকে ছেড়ে চলে যায় এবং 
তোমার মনে হয় সে তোমাকে কোনদিন
ভালবাসেনি তাহলে মন খারাপ করো না । 

কারন সে হারালো এমন
একজনকে যে তাঁকে ভালবাসত ,
তার জন্য অনেক কিছুই করতে পারত .. !!?

আর তুমি হারালে এমন একজনকে যে তোমার
জন্য কিছুই করতে পারত না...

-এমন মানুষ চলে গেলেই ক্ষতি কি ?



Add caption

কাউকে ভালবাসলে ..


কাউকে ভালবাসলে
তাকে এমন ভাবে ভালবাসো,
যেন নিজের বিবেকের কাছে তুমি হেরে না যাও ....
কারন নিজের কাছে হেরে যাওয়ার কষ্ট,
তোমাকে তিলে তিলে শেষ করে দেবে
 



যাকে আমি ?



আচ্ছা তুমি কি সেই তুমি ?
যাকে আমি ভালোবেসে ছিলাম ,
যাকে সবচেয়ে আপন মানুষটা ভেবেছিলাম ,
একটু একটু করে তোমাকে কাছে পাওয়ার স্বপ্ন দেখেছিলাম , 
তোমার ছবির দিকে তাকিয়ে নিজেকে বিশ্বাস করাতে কষ্ট হয় 
এই তোমাকে ভালোবেসে ছিলাম আমি ??

বিশ্বাস করতে কষ্ট হয় এই তুমি সেই তুমি না ,,
কারণ তুমি সময় আর নিজের প্রয়োজনে সবচেয়ে
 আপন মানুষটা কে ভুলে যেতে পার , মুছে দিতে
পার হৃদয় থেকে পুরনো দিনের স্মৃতিগুলো কে ,
ধ্বংস করে দিতে পার কারো তিল তিল করে গড়া স্বপ্নগুলো কে,,
 এলোমেলো করে দিতে পার কারো জীবনটা কে ,,

তাইতো আজ শুধু বলবো তুমি কারো জীবন
গড়ে দিতে না পার ,, তার জীবনটা কে
এলোমেলো আর ধ্বংস করে দিও না ,,,,,

কারণ সত্যিই তুমি বোঝনা স্বপ্নগুলো
ভাঙ্গার কষ্ট কি ..

বুধবার, ৬ নভেম্বর, ২০১৩

এটাই বাস্তব !! এটাই সত্যি !!




- সবাই নগ্নতা , নগ্ন দৃশ্য পছন্দ
করে কিন্তু যে নগ্ন হয়
তাকে কেউ পছন্দ করেনা !!
-
পতিতালয়কে নয়,
যে পতিতা তাকে সবাই
ঘৃণা করে !!
-
সব পুরুষ চায়
সতী নারীকে বিয়ে করতে কিন্তু
সে একবার
ভাবেনা যে"যৌবনে কি আমি কোন
মেয়ের সতিত্ব নষ্ট করিনি ?"
-
মেয়েরা চায় তার স্বামি শুধু
তাকেই সময় দিবে কিন্তু
তারা একবারো ভাবেনা যে"অন্য
ছেলেদের সাথে আমি সময় নষ্ট
করিনি ?"
-
খুন না সবাই ভয় পায় খুনীকে !!
-
মাদক দ্রব্য কে না,সবাই
দুরে সরিয়ে রাখে মাদকসেবীকে !!
-
ময়লা আবর্জনা সৃষ্টি করে মানুষ অথচ যে সব মানুষ এই
আবর্জনা পরিষ্কার করে তাদের
সবাই ঘৃনা করে !!
এটাই বাস্তব !! এটাই সত্যি !!

মেনে নিতে পারি যখন



মাঝে মাঝে না একদম অবুঝ হয়ে যাই,
এ মনটা না , কিছুতেই বুঝতে চাই না।
আসলেই বেশি কিছুর আশা করা ঠিক না,
যখন আশা ভেঙ্গে যাই তখন সব কিছু হতাশা হয়ে যাই।
যেমনটা বেশি বেশি কোনকিছুই ঠিক না,
তেমনটা অতিরিক্তও বেশি ভালো কখনোই ভালো হয় না।
অল্পকিছুতেই সব সময় সন্তুষ্টও হওয়াই ভালো,
সব কিছু হারিয়ে একাকিত্ত জীবন নিয়েই ভালোই ছিলাম,
কেন যে তুমি আমার জীবনে এলে,
আর একটু একটু ভালোবাসা দিয়ে,
গভীর ভালোবাসার সাগরে ডুবালে।
আর নতুন করে জীবনটাকে এলোমেলো করে দিয়ে চলে গেলে।
আজ ভালোবাসার মহাসাগরে হাবুডুবু খাচ্ছি আমি,
আর দুরের তীরে দাড়িয়ে মহাখুশি তুমি
যেমনটা ভালোবাসা চাই সবাই,
তেমনটা ভালোবেসে বুকে টেনে নেইও সবাই,
আবার ভালোবেসে অবশেষে দূরে ঠেলে দেইও সবাই,
কিন্তু ভালোবেসে বুকে টেনে নীয়ে জীবনটাকে সুন্দর করে কজনে সাঁজাই?
আজ সবকিছু হারিয়ে এতকিছুর পরে সাথীহারা √ জীবন হয়েছে সঙ্গী এখন।
বুঝেছি যখন পারি বুঝাইতে মন,
কারনে অকারনে খারাপ হয়না এখন ।
মেনে নিতে পারি যখন,
তাই তো এ মন, কোন কষ্টকে কষ্ট মনে করে না এখন,
এখন আর কিছু পাবারও আশা নেই,
পেয়ে হারাবারও মনে ভয় নেই।
এখন কিছু পাবার আগে ভাবে মন,
সবকিছু হারিয়েই হয়েছি যখন সাথীহারা √ জীবন,
এ জীবনে কেউ আর হতে পারে না কখনো আপন?

নিঃস্ব



তোমার জন্য
আমি আর কাঁদি না
কাঁদলেও চোখের
পানি ঝরে না,
চোখের পানি ঝরলেও
কষ্ট হয়না
কষ্ট হলেও আমি আর
তোমাকে ভালবাসিনা ।।
ভালবাসলেও
তোমাকে বলবো না
জানি, বললেও
তুমি শুনবেনা,
শুনলেও, তোমার কিছুই
আসে যায় না
কারণ আমি আজ
নিঃস্ব... বড়ই
নিঃস্ব