♦ আমি তাকেই ভালবাসি, যে আমাকে ভালবাসিনা বলে অপমান করে আড়ালে সে নিজেই কাদেঁ ...
♦ আমি তাকেই চাই, যে আমাকে ভালবাসে এবং আমি ভালবাসি কি না তা ভেবেই ...
♦ আমি তাকেই চাই, যে আমাকে দুরে ঠেলে দিয়ে আমার শুভ কামনা করে ...
• আমি সারাক্ষণ তাকেই ভাবি, যে আমাকে ভালবেসে আমার জন্য কস্ট পায় ...
♦ আমি তাকেই বেশি ভুল বুঝি, যে আমার হ্রদয় হরন কারি ...
♦ আমি তাকেই পিরে পেতে চাই, যে আমাকে ভালবেসে আজও বলতে পারে নাই ...
♦ আমি তাকে নিয়ে বেচেঁ থাকতে চাই, যে আমাকে ভালবেসে অপমান ছাড়া আজও সুখের দেখা পায় নাই ...
★ সে আর কেউ নয় শুধুই তুমি, জানি না কতটুকু তবে অনেক ভালোবাসি তোমায়...
♥♥♥ আমি রয়েছি তোমার অপেক্ষায়... ♥♥♥