নিদিতা- আমার বাল্যকালের সখী ছিল
নিদিতা-
আমার বাল্যকালের সখী ছিল
যার কাছে আমার পুরো
শরৎকাল দায়বদ্ধ।
শরতের শিউলী কুড়ানো
আর
নীল আকাশের নীচে
কাঁশফুলের সাথে সখ্যতা
আমাদের আবশ্যক ছিল তখন।
অপার বিস্ময়ে এই আমি
নিদিতাকে-
আবিষ্কার করতাম আনমনে
কখনও তার হাত ছুঁত
আমার কাঁধ
আবার
তার চুল উড়ে এসে
আমাকে আবেগে ভাসাত রোজ।

আজ এই কালে এসে
তোমাকে আর শরতকে
ভিন্ন করতে পারিনা আমি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন