আমি সেই সমাজ থেকে বলছি
আমি সেই সমাজ থেকে বলছি
যেথায় আধুনিকতার খোলসে উলঙ্গ বেহায়াপনা
ধর্মনিরপেক্ষতার আদলে ধর্মহীনতা
প্রত্যহ স্বাগত জানাবে তোমায়।
আমি সেই সমাজের কথা বলছি
যেথা নোংরা সংস্কৃতির অবাধ অবগাহন
জীবন সত্ত্বাকে পরিণত করে
বিসর্জিত বিদ্রোহী সত্ত্বায়।
আমি সেই সমাজের বাস্তবতা তুলে ধরছি
যেথা অভিজাত মাতালের অট্টহাসি
আর বিকৃত লালসার স্ফূর্তির আড়ালে
বিলীন হয়ে যায় শোষিতের আহাজারি।
আমি সেই সমাজের বার্তা ঘোষণা করছি
যেথায় আত্ন-স্বাধীনতার মিথ্যে শ্লোগানে
পরাধীণতার অদৃশ্য শেকলে
শৃঙ্খলিত করা হবে তোমায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন