[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

শনিবার, ২৮ জুলাই, ২০১২

আমাকে আমি



কেউ কারো স্থান থেকে নেমে এসে
আমাকে সান্ত্বনা বা অনুরাগ জানাবে তা চাচ্ছি না,
যে আমাকে ভেঙেছে, যে আমাকে গড়তে চায়
একমাত্র সে-ই জানবে আমার কোথায়
কখন কীভাবে কষ্ট হয়,
এই যে তুমি অথবা তুমি জাতীয় কেউ
আমাকে জেনেছো, ভাবছো আমি এমন তেমন;
এসবই অযথা এবং তুচ্ছ বিবেচিত হবে
কারণ, আমি নিজেই এখন পর্যন্ত আমাকে
আমার কিছুকে বুঝতে পারি নি।

কোন মন্তব্য নেই: