[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

শনিবার, ২৩ জুন, ২০১২

আর্দ্র-ছায়া......



আর্দ্র-ছায়া......



তোমার গর্ভপাতের আর্দ্রতায়
অ-ভূমিষ্ঠ রক্তপাত যখন
নামতা পড়ে অঙ্ক মেলানোর
বুদ্ধি গুনতে থাকে,
নিভৃতে ঘটে বিপ্লব,
মননের তরবারি হতে ।
তোমার আবিষ্ট লালদাগে
পন্থার কারখানায়,
যখন আগুন লাগায় আমার
বিপরিত হওয়ার আনন্দ,
সেখানে দ্যুতি তার
অপ্রয়োজনীয় লজ্জা নিবারণে
নিরন্তর প্রচেষ্টার একখানি
দংশন মাত্র - পরিচয়ে ।
মেঘ, বৃষ্টি, রোদ, চক্রে
রঙের কাল-বানীর অহমে,
তুমি কেবলই ছায়ামাত্র
জীবন থেকে মৃত্যুতে,
তবু অদৃশ্য ---------
প্রতিফলনের নির্লজ্জ নগ্নতাতে......।।

Mehedi Pata Dekhecho (kobita abritti) (mithila-Ononto)

যখন বৃষ্টি নামল

অস্মিতা এই মন

সকলের মাঝে শুন্য আমি

আর .... R