[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৪

সেদিনও এমনই বসন্ত ছিলো ^_^


সেদিনও এমনই বসন্ত ছিলো ^_^

সেদিনও এমনই বসন্ত ছিলো, ছিলো কোকিলের কুহুতান
ভ্রমর, প্রজাপতি, মৌমাছির গুঞ্জন বুকে বাসন্তী বাতাস
কিশোরীর ওড়না উড়িয়ে, তরুণীর খোলা চুলে ঢেউ তুলে
কী অদ্ভূত খেলায় মেতেছিল সেই দিন-
উনিশশবায়ান্নার একুশে ফেব্রুয়ারি!

রাজপথে নেমেছিল তারুণ্যের ঢল- যেন হিমালয় থেকে
বরফগলা নদী, যেন সমুদ্রের সফেদ জোয়ার,
মহাকালের প্লাবন যেন গর্জে উঠেছিল সেদিন
এ ভাষা আমার মায়ের, এ আমার অহংকার;
কিছুতেই কেড়ে নিতে দেবো না, না- না- না...

সে ধ্বনি প্রতিধ্বনিত হয়েছিল টেকনাফ থেকে তেঁতুলিয়া
অযুত কণ্ঠে মুখরিত ছিলো ছাপান্ন হাজার বর্গমাইল।

হঠাৎ গর্জে উঠেছিলো শোষকের নির্লজ্জ বুলেট!
রফিক, শফিক, সালাম, বরকত আর জব্বারের
রক্তে লাল হলো রাজধানীর পিচঢালা পথ।
কোকিলের কুহুতান গেলো থেমে, বাতাস থমকে
দাঁড়ালো মেডিকেল চত্বরের আম গাছের শাখায়!

সে দিন থেকে ফাল্গুনের শিমুল, পলাশ আর মান্দার
ফুল আরও রক্তিম হলো- চেতনার বারুদ হলো
অঞ্জলির মহার্ঘ পাষাণ বেদিতে!