[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

শনিবার, ২ মে, ২০২০

দূরে

 দূরে
***************************


মনের কোণে গহিন ঘরে থাকবি রে শুধু তুই
 কল্পনাতে ভেলায় ভেসে ঘুরবো আমি তুই
 সে যেনো, মন থেকে সরে না 
 সে যেনো, তাকে ভোলা যায়না।
 দূরে দূরে বহু দূরে, জাবিনা তুই মোরে ছেড়ে 

 দূরে দূরে জাবিনা তুই মোরে ছেড়ে...

ছোট্ট ঘর  ব্যাবধান 
শোনেনা হৃদয় আমার , 
তারে ছাড়া দিন কাটে না । 
তারে ছাড়া মন হাসেনা রে ...। 

 সে যেনো, মন থেকে সরে না 
 সে যেনো, তাকে ভোলা যায়না।

 দূরে দূরে বহু দূরে, জাবিনা তুই মোরে ছেড়ে 
 দূরে দূরে জাবিনা তুই মোরে ছেড়ে...

][ সমাপ্ত ][

অভিযোগে


অভিযোগে

**************************

আমার সকল অভিযোগে তুমি
,
তোমার মিষ্টি হাসিটা কি আমি?
আমার না বলা কথার ভাজে,
তোমার গানের কত সুর ভাসে !

তোমায় নিয়ে আমার লেখা গানে,
অযথা কত স্বপ্ন বোনা আছে!
আমার হাতের আঙুলের ভাজে,
তোমাকে নিয়ে কত কাব্য রটে !

ভুলিনি তো আমি,
তোমার মুখে হাসি!
আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি।

আসো আবারো কাছে,
হাতটা ধরে পাশে,
তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে!
[ …হে…হে…এ… এই পৃথিবীতে এ...এ…! ]

তোমার পথে পা মিলিয়ে চলা,
তোমার হাতটি ধরে বসে থাকা,
আমার আকাশে তোমার নামটি লেখা,
সাদার আকাশে কালো-আবছা বোনা!

তোমায় নিয়ে আমার লেখা গানে,
অযথা কত স্বপ্ন বোনা আছে!
আমার হাতের আঙুলের ভাজে,
তোমাকে নিয়ে কত কাব্য রটে।

ভুলিনিতো আমি
তোমার মুখে হাসি,
আমার গাওয়া গানে তোমাকে ভালোবাসি!

আসো আবারো কাছে
হাতটা ধরে পাশে,
তোমায় নিয়ে যাব আমার পৃথিবীতে…!
[ হে…হে… এই পৃথিবীতে হে হে ]

ভুলিনিতো আমি
তোমার মুখে হাসি,
আমার গাওয়া গানে
তোমাকে ভালোবাসি।

আসি তোমার কাছে
হাতটা ধরে পাশে,
আমায় নিয়ে চলো তোমার পৃথিবীতে।

হঠাৎ

হঠাৎ ************************************** ভেজা ভেজা অনুরনে,  এক পেয়ালা সমুদ্র,  হঠাৎ চেয়ে দেখি তুমি। প্রথম দেখায় প্রেম,  চোখে চোখে চুম্বন,  ঘড়ির কাটা ফেলে ফিরে যাও।  নীল রঙে হাটছো তুমি,  জোয়ারে ডাকছি যে আমি,  লোনা জলের মায়ায় ডুবতে ডুবতে প্রেম।  স্রোতের ভাষায় প্রেম,  শেখাবো তোমায়,  লোনা জলের মায়ায়  ডুবতে ডুবতে প্রেম। সাগরে হারিয়ে যাই,  তোমার আলতো ছোঁয়ায়,  আবারো যদি দেখা হয়ে যায়,  ফিরে কি আসবে সেই মায়ায়।  হাজারও তাঁরার ভিড়েতে, চেনা মোহনায় জলকণা,  তোমারই ছোঁয়ায় মিলিয়ে যায়,  ধোঁয়া ধোঁয়া বেদনা। সাগরে হারিয়ে যাই, তোমার আলতো ছোঁয়ায়,  আবারো যদি দেখা হয়ে যায়,  ফিরে কি আসবে সেই মায়ায়।  জলে প্রভাতের স্নিগ্ধতা,  সমুদ্রে ফিরে এলো, এই স্রোতধারা আমার,  আমার নয়। শেষ দেখাতে এখন প্রেম,  অলিখিত আক্ষেপ,  বিধাতার দেয়ালে দূরে,  দূরে থাকা। জীবনের মোর ঘুরে আমি,  ছিটকে পরা দূরে তুমি,  আপন কক্ষপথে ঘুরছি যেন আমি।  জীবনের মোর ঘুরে,  ছিটকে পরা তুমি,  আপন কক্ষপথে ঘুরছি তুমি-আমি।  সাগরে হারিয়ে যাই, তোমার আলতো ছোঁয়ায়,  আবারো যদি দেখা হয়ে যায়,  ফিরে কি আসবে সেই মায়ায়।  ][ সমাপ্ত ][