[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বুধবার, ১০ ফেব্রুয়ারী, ২০১০

আমিও তাদেরই একজন

 

আমিও তাদেরই একজন

১০ ই ফেব্রুয়ারি, ২০১০ সকাল ৯:৫০




বহুদিন ধরে বৃষ্টি ঝরেনা
এই ক্যাম্পাসে। তবে রক্ত ঝরে অহরহ।
ভেবেছিলাম বৃষ্টির ফোটাগুলো শান্তি নামাবে,
ঊর্বর করে দেবে এই শিক্ষাঙ্গন
কৃষাণ-কৃষাণি ফসল ফলাবে এখানে
বহুদিনের প্রতিক্ষীত অমূল্য ফসল।

হাকিম চত্তরে দাঁড়িয়ে ছিলাম একা
দূর থেকে মিছিলের আওয়াজ শোনা যাচ্ছিল
ছোট্ট একটা মিছিল, দাবিটা অনেক বড়।
মিছিলে মাত্র ডজন খানেক মানুষ ছিল সেদিন
তবে চিৎকার পৌছে গেছে বহুদূর।

আমি সেদিন দেখেছি চে কে
মিছিলের প্রতিটি মানুষের প্রতিচ্ছবিতে।
ফিরে এসেছিলেন তিনি বিপ্লবী চেতনায়
আমি আহাজারি দেখি নাই,
ভাই হারা ভগিনীদের চিৎকার শুনেছি
বিপ্লবী জাগরণের আভাস পেয়েছি সেইদিন।

মিছিলটা ছিল গুটিকয়েক ছাত্রের
যাদের চেতনায় লালিত হয় চে-গুয়েভারা
বঞ্চনা যাদের প্রেরণা, সাম্যতা যাদের লক্ষ্য।
মরলে শুধু আবু বকর কেন?
প্রতিটি মানুষ মরবে একসাথে।
প্রতিটি মায়ের চোখ ভাসবে অশ্রুতে।
আর যদি তা না হয়, তাহলে একজনও নয়।