[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বুধবার, ৯ এপ্রিল, ২০১৪

চুমুর আকাঙ্খা ঠোঁট রাঙা




চুমুর আকাঙ্খা ঠোঁট রাঙা


বৃষ্টি মুখর গ্রীষ্মের সোনালী উষ্ণতা প্রাতে
কামিনী কাঞ্চন কেন যে গো লাল হয় লাজে
চুমুর অনুরাগে ঢেউ উঠে দেহের ভাজে
শুয়ো পোকারা ও আহা রসের চুমুতে মাতে;
শিশিরের চুমু মুক্তো হয়ে জ্বলে উঠে ঘাসে
প্রতি অঙ্গ নিত্য শিক্ত আহা চুম্বনের রসে
আরক্ত মুখ শিক্ত ঠোঁট তবে হৃদয় হাসে
কলঙ্ক দাগ চন্দ্রে - সূর্যালোর চুমুতে ফাঁসে;

চুমুতে জরা হরে আয়ু বাড়ে হৃদয়ে ঢেউ
চুমুর রসায়নে রসের ঢেউ উঠে দেহে
উন্মুখ অন্তর্গত হৃদয় ঊষ্ণ চুমু চাহে
বেদম চুমাচুমি শেষে কামেতে তৃপ্ত কেউ;
চুমুর আকাঙ্খা ঠোঁট রাঙা সোহাগের ছলে
ঠোঁট দুটো বাড়ায় সই আড়ালে আবডালে।
=========================
চ তু র্দ শ প দী
=========================

স্বপ্নবনপাখি




।। স্বপ্নবনপাখি ।। 


অম্লধোয়া ত্বক, ও আমার অগ্নিধোয়া ডানা,
তোমার আমি নাম দিয়েছি স্বপ্নবনপাখি,
জীয়নকাঠি, সমুদ্ররঙ, নিসর্গ-কারখানা;
হরেক আলোয় জর্জরিত, হরেক অন্ধকারে,
তৃষ্ণামাতাল, বিস্ফারিত দুচোখ মেলে থাকি
বুকের ভেতর লতিয়ে ওঠে:
কোথায় পাবো তারে?’
রাত্রি ফোটে, দিবস ঝরে,
বছর মোড়ায় পাটি,
তোমার সে-মুখ স্মরণে আসে না যে!
 নিজের দেহে খনন করি প্রত্নকালের
মাটি অম্লধোয়া ত্বক,
ও আমার অগ্নিধোয়া ডানা,
কে তোমাকে লুকিয়ে রেখে
একচেটিয়ার ভাঁজে বানাচ্ছে
এক উড়ালভোলা রুগ্ন পাখির ছানা?
বাতাসে যার আঁচল ওড়ে
সুতীব্র আসমানে জমিনে
তার বৃত্ত-প্রাচীর অনর্থে,
অযথা কে এঁকে দেয়?
স্বৈররেখায় সীমানা কে টানে?
আমি তো তোমার মুখ দেখি না,
 কেবল বিস্মরণে নাম ভুলে যাই,
মুখের আদল, মুক্তি-স্বাধীনতা!
 নিত্য হারাই, নিত্য খুঁজি
বৈরীকালের রাত্রিবিশ্ববনে।

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০১৪

ভালোবাসা




ভালোবাসা


আমার কাছে নেই কোন ধন নেইকো টাকা কড়ি,
তোমায় আমি কি দেবো যে লজ্জাতে তাই মরি।

বুকের ভেতর আছে শুধু অঢেল ভালোবাসা,
এক খাবলা দিতে পারি বুকে বেঁধে আশা।

যে মেয়েটি পথের পাশে বিক্রি করে ফুল,
তাকে একটু ভালোবাসা দিতে হয়নি ভুল।

পথের পাশের টোকাইটাকে দিলেম মুঠি করে,
হাসতে হাসতে আনন্দেতে চলে গেলো ঘরে।

লক্ষ্মীছাড়া দুষ্টুটাকে দিলেম কিছু তুলে,
সে হয়েছে লক্ষী সোনা দুষ্টুমী সব ভুলে।

বোনকে দিলেম, ভাইকে দিলেম, দিলেম পরিচিতে,
সবার ভালোবাসা পেলাম তাহার বিপরীতে।

ভেবেছিলেম সব বিলিয়ে হবো আমি নিঃস্ব,
বুক খুলিয়া দেখি এখন ভালোবাসার বিশ্ব।

এতো বিলাই ভালোবাসা হয়না ক্ষাণিক শেষও,
অন্তরের এই ভালোবাসা আর কে নেবে? এসো।

ভালোবাসা যতই বিলাই ততই বাড়ে বুকে,
এই মানুষের ভালোবাসায় আছি পরম সুখে।

স্বপ্ন বিলাস এক অভিসারী কবিতা




স্বপ্ন বিলাস এক অভিসারী কবিতা


রাত ফুরালেই কবিতা ফুরায়
রাত আসে তো কবিতার আসে,
জোনাক ঝাঁকের মত
আঁধার রাতে ঝোঁপ ঝাড়ে;
দেয় উঁকি মুখটি তার আকাশ জোড়া মেঘ।

ওরা বড্ড ‍সেকেলে,
আবেগ নিয়ে সাথে,মিলায় তার অভিমানে
আবার এলোমেলো ভাবনার তালে;
তালে সাথে সমান বোলে
নিত্য সাথে থাকে।

নেতিয়ে পরা কাশফুল,
শরত বৃষ্টিতে ভিজে,সাদা মেঘের উচাটন
রাতের কবিতারা পিছু ধরে তার
উড়ন্ত চিলের পাল‍ক;
স্বপ্ন বিলাস এক অভিসারী কবিতা।

আমি মেঘের মত হারানো স্বপ্ন চাই।




আমি মেঘের মত হারানো স্বপ্ন চাই।

আমি মেঘের মত হারানো স্বপ্ন চাই।
‍আমি মেঘের মত হারানো স্বপ্ন চাই।

দিবা ঘুমে স্বপ্ন যাতনা
বৃষ্টির বি‍রহ,
বিচ্ছেদ কথক! ডুবে রয় ডাহুকী স্মৃতির গভীরে
পান‍‍কৌড়ির ডুব সাঁতারে
নেতিয়ে পরে কৃঞ্চপালক,বর্ষার বৃষ্টি খুঁজে ফিরে রৌদ্র
পুঁই মাচায় বৃষ্টি ধোয়া সবুজ পাতা
মেঘের সাথে পেতেছে দোস্তী;

ঢলে পরা বেলায় চিক চিক সাঁঝ আলো
স্বচ্ছ জলের নির্মল ফোটার ছোঁয়া,
ভেজা মাটি সব ভুলে যায় মনুষ্য যাতনা।

আমি শুধু জেগে রই,
রাত্রি পাহারায় ঐ তারাটার স্বাক্ষী হয়ে
মেঘের চোখে জল
আমাকে ভা‍সাবে তন্দ্রায়
কখন যে ঐ তারাটা ডুবে গেছে
জানতে পারি না, কালের তন্দ্রায় ডুবে ছিলাম
অষ্টপ্রহর তাবর নেশা গিলে! মেঘের মত জল ঢালায় ক্ষমা
আমি মেঘের মত হারানো স্বপ্ন চাই।