হারিয়ে যাওয়া বন্ধূ
আমার একটি বন্ধু ছিলো
সোহেল ছিলো তার নাম,
তার পরিবার গরীব ছিলো
সমাজে ছিলো না তাদের দাম।
আমি যখন স্কুলে পড়ি
তখন তার সাথে পরিচয়,
আমি ক্লাসে ফাস্ট ছিলাম না
কিন্তু রোল ছিলো তার নয়।
তার বাবা গরীব কৃষক
ছিলনা নিজের জমি,
বর্গা নিয়ে চাষ করতো
অন্য লোকের ভুমি।
ক্লাসের ফাঁকে তাকে কাঁদতে দেখতাম
বলত এটা তার দুঃখ নয়,
কিছুদিন পর বুঝলাম
এটা ছিলো না তার অভিনয়।
অনেকদিন যাবত সে স্কুলে আসে না
খবর নিতে গেলাম তার বাড়ি,
পড়ালেখা হবে না আর
বাবা তার দিয়ে গেছেন আড়ি।
পকেটে আমার টাকা নেই
কে দিবে পড়ালেখার খরচ,
পড়ালেখা করে হবে কি?
সমাজে আমাদের নেই কোন গরজ।
আমার সাথে থাকবে সে
করবে সে জমিতে কাজ,
বিরক্ত না করে চলে যাও
নিজের বাড়ি ফিরে যাও আজ।
তার বাবার কথা শুনে
পেলাম অনেক কষ্ট,
আমার বন্ধুর স্বপ্নগুলো
হয়ে গেলো নষ্ট।
সেই থেকে সে হারিয়ে গেলো
আর এলোনা আমাদের কাছে,
আমরা নাকি শিক্ষিত আর সে মুর্খ
তাই সে থাকল না আমাদের পাশে।
সেকি আমাকে ভুলে গেলো
বুঝল না বন্ধুত্বের মায়া,
এখনো আমার পাশে খুঁজে বেড়ায়
শুধুই তার ছায়া।
********************************
সোহেল ছিলো তার নাম,
তার পরিবার গরীব ছিলো
সমাজে ছিলো না তাদের দাম।
আমি যখন স্কুলে পড়ি
তখন তার সাথে পরিচয়,
আমি ক্লাসে ফাস্ট ছিলাম না
কিন্তু রোল ছিলো তার নয়।
তার বাবা গরীব কৃষক
ছিলনা নিজের জমি,
বর্গা নিয়ে চাষ করতো
অন্য লোকের ভুমি।
ক্লাসের ফাঁকে তাকে কাঁদতে দেখতাম
বলত এটা তার দুঃখ নয়,
কিছুদিন পর বুঝলাম
এটা ছিলো না তার অভিনয়।
অনেকদিন যাবত সে স্কুলে আসে না
খবর নিতে গেলাম তার বাড়ি,
পড়ালেখা হবে না আর
বাবা তার দিয়ে গেছেন আড়ি।
পকেটে আমার টাকা নেই
কে দিবে পড়ালেখার খরচ,
পড়ালেখা করে হবে কি?
সমাজে আমাদের নেই কোন গরজ।
আমার সাথে থাকবে সে
করবে সে জমিতে কাজ,
বিরক্ত না করে চলে যাও
নিজের বাড়ি ফিরে যাও আজ।
তার বাবার কথা শুনে
পেলাম অনেক কষ্ট,
আমার বন্ধুর স্বপ্নগুলো
হয়ে গেলো নষ্ট।
সেই থেকে সে হারিয়ে গেলো
আর এলোনা আমাদের কাছে,
আমরা নাকি শিক্ষিত আর সে মুর্খ
তাই সে থাকল না আমাদের পাশে।
সেকি আমাকে ভুলে গেলো
বুঝল না বন্ধুত্বের মায়া,
এখনো আমার পাশে খুঁজে বেড়ায়
শুধুই তার ছায়া।
********************************