শুধু ক্ষুধার জন্য বারবনিতা আঁধার রাত
কিসে ভাল আর কিসে মন্দ
আমি বোধ হয় কিছুই জানি না তার
পথে দ্বারিয়ে থাকা বেশ্যা শর্বরী
নিয়ন লাইটের আলোয় ফুটায় নেশার অজগর
একটু আঁধারে কান কথা,
ঘ্রাণ নেয় ঠেসে স্তনের,
পারলে ছুঁয়ে দেখতে চায় নিতম্ব যোনিকাঙ্চন
ও কি ভুলে যায় পাপপূণ্য? নাকি ক্ষুধার যৌণচার
এ যে নেশার কলঙ্ক
সোদামাটির গন্ধ সব চুষে খায়, গো-গ্রাসে গিলে ফেলে সব
যাতনা ধরার; তা’হলে মিছে পাপ-পূণ্য? যৌণ ঘ্রাণ মাখা ফুটপাতের সন্ধ্যা
যেখানে মায়ার আলো ছড়ানোর কথা ছিল
অথচ সেথানে বিকায় যৌবণঃ
শুধু ক্ষুধার জন্য শরীর,
শুধু ক্ষুধার জন্য লোলুপ ঠোঁট ছিঁড়ে খায়,
শুধু ক্ষুধার জন্য শরীর সিৎকার!
আমি বোধ হয় কিছুই জানি না তার
পথে দ্বারিয়ে থাকা বেশ্যা শর্বরী
নিয়ন লাইটের আলোয় ফুটায় নেশার অজগর
একটু আঁধারে কান কথা,
ঘ্রাণ নেয় ঠেসে স্তনের,
পারলে ছুঁয়ে দেখতে চায় নিতম্ব যোনিকাঙ্চন
ও কি ভুলে যায় পাপপূণ্য? নাকি ক্ষুধার যৌণচার
এ যে নেশার কলঙ্ক
সোদামাটির গন্ধ সব চুষে খায়, গো-গ্রাসে গিলে ফেলে সব
যাতনা ধরার; তা’হলে মিছে পাপ-পূণ্য? যৌণ ঘ্রাণ মাখা ফুটপাতের সন্ধ্যা
যেখানে মায়ার আলো ছড়ানোর কথা ছিল
অথচ সেথানে বিকায় যৌবণঃ
শুধু ক্ষুধার জন্য শরীর,
শুধু ক্ষুধার জন্য লোলুপ ঠোঁট ছিঁড়ে খায়,
শুধু ক্ষুধার জন্য শরীর সিৎকার!
শুধু ক্ষুধার জন্য সঙ্গম ঘ্রাণ রাতভর বাতাসে ভাসে
শুধু ক্ষুধার জন্য বারবনিতা আঁধার রাত
জোনাক ছুঁয়ে বাঁচে।
শুধু ক্ষুধার জন্য বারবনিতা আঁধার রাত
জোনাক ছুঁয়ে বাঁচে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন