[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বুধবার, ২৪ অক্টোবর, ২০১২

চুমু


চুমু


১.
আদর করে দিতে গেলাম
ছোট্ট একটা চুমু
প্রতিদানে আমার গালে
চড় বসালো মুমু।
২.
পাশের বাসার ঝুমু খান
আমায় ডেকে নিরালাতে
চুপি চুপি চুমু খান।

৩.
তোমার বাড়ির ছাদের উপর
আমার নজর ল্যান্ড করি
ছাদে তোমায় দেখলে পরে
উড়ু চুমু সেন্ড করি।

৪.
মধ্যরাতে একা একা
তোমায় ভীষন মিস করি-
আবেশ পেতে দু'চোখ বুজে
নিজের হাতেই কিস করি!

নিশি


নিশি

.
হঠাৎ প্রেম, কাছে আসা
মেয়েটার নাম নিশি-
হঠাৎ করেই, চলে গেল
আমার হাতে শিশি।

.
নিশিতে করলে তোমার
নাম্বার কেন বিজি
বুইঝা গেছি তুমি মেয়ে
কঠিন একটা চিজই
তবু প্রেম করেই যাবো
প্রেম অতো নয় ইজি।

সোমবার, ২২ অক্টোবর, ২০১২

শুভ হোক সকাল

 
মৃত্যু নাই ,নাই দুঃখ আছে শুধু প্রাণ ,
অনন্ত আনন্দ হাসি অফুরাণ ।
নিরাশার বিবর হতে আয়রে বাহির পথে ,
দেখ নিত্য সেথায় আলোকের অভিযান ।
ভিতর হতে দ্বার বন্ধ করে ,
 জীবন থাকিতে কে আছিস মরে ! 
ঘুমে যারা অচেতন ,
 দেখে রাতে কুস্বপন ,
প্রভাতে ভয়ের নিশি হয় অবসান ।।
 শুভ হোক সকাল সবার ।।
 

”ভাল আছি, খুব ভাল আছি!!”



কিছু মানুষ থাকে যার জন্যে কাঁদতেও সুখ..
কিছু মানুষ হারালে কষ্ট হয়, কিন্তু যত্ন করে

সে কষ্টটা বুকে জমিয়ে রাখতে ভাল লাগে..।
কিছু দীর্ঘশ্বাস আলিঙ্গন করে বাঁচতে ইচ্ছে হয়…
মাঝে মাঝে নিজের কাছে নিজেকে আড়াল করতে হয়. . . .
গলার কাছে বিষাদ আটকে রেখে ভেজা চোখে হাসিমুখে বলতে হয়…..

”ভাল আছি, খুব ভাল আছি!!”

কি পেলাম তোমায় ভালবেসে ?





কি পেলাম তোমায় ভালবেসে ?
সম্পর্কের কয়েকটা Facts :-

1. ছেলেরা যদি কোন মেয়েকে অপমান
করে, এর অর্থ সে তাকে পছন্দ করে ।
2. ৮৯% মেয়েই ছেলেদের কাছ
থেকে প্রথমে প্রপোজ আশা করে ।

3. স্ত্রীরা সেই
মুহূর্তটা ভালবাসে যখন তাদের
...
স্বামীরা তাদেরকে টাই
বেঁধে দিতে কিংবা কোটটা পড়িয়ে দিতে বলে
4. ছেলেরা তাদের পছন্দের
মেয়েকে রাগিয়ে লাল
টুকটুকে চেহারাখানা দেখতে ভালোবাসে !
5. সত্যিকারের বন্ধুরা কখনোই
আপনার বন্ধুত্বের পরীক্ষা নিবে না
6. পৃথিবীতে কেউ না কেউ অবশ্যই
আছে যার চোখের জলকে আপনি নিজের
জীবনের চাইতেও বেশী মূল্য দেন.
7. যদি আপনি অন্তর থেকে কাউকে চান,
জেনে রাখুন সেই মানুষটাও
আপনাকে ভেবেই ঘুমুতে যায় ।

ও সে.. sorry


 
কখনোই সেই মেয়ে/ছেলে কে কষ্ট দিবেন না যে,

♡♡ শুধু আপনার সাথে দেখা করার জন্য মাইলের পর মাইল হেটে আসে,

♡♡ সে “sorry” বলে যদি ও সে কিছুই করে নি ,

♡♡ সে অনেক কাঁদে আপনার জন্য ,

♡♡ সে আপনার জন্য এখন ও চিন্তা করে, এবং এখন ও ভালোবাসে ,

...
♡♡ সে এখন ও আপনাকে ফেরত পাবার বিশ্বাস রাখে ,

♡♡ সে যতই কষ্ট আপনার নিকট থেকে পাক আপনাকে তবুও ভালোবাসে ,

♡♡ সে সঠিক হয়া সত্ত্বেও তর্ক করা বন্ধ করে দেয় শুধু মাত্র রিলেশনটা যেনো নষ্ট না হয় ,

♡♡ সে অনবরত আপনাকে খুশী করার চেষ্টা করে এবং আপনাকে সুখী দেখতে চায় ,

♡♡ সে মন খারাপ করে থাকলেও বলে না, কারন সে ভাবে আপনাকে সে বিরক্ত করছে

♡♡ সে আপনাকে ছেড়ে যেতে চায় আপনার খারাপ ব্যাবহার এর জন্য , কিন্তু আফসোস তা সে পারে না

হয়তো আপনি অনুভব ও করতে পারবেন না সে আপনাকে কতটা ভালোবাসে, একটা অনুরোধ রইলো সবার প্রতি, ভালোবাসার প্রতিদান না দেন ঠিক আছে , তবে কষ্ট দিবেন না।