আমার ব্যথাগুলো আরো ব্যথা নিয়ে মেঘ হয়ে চেপে গেছে চোখে আমি ভালো নেই.....
[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]
শুক্রবার, ২ নভেম্বর, ২০১২
বুধবার, ৩১ অক্টোবর, ২০১২
একটিই চাওয়া, একটি ভালবাসা
একটিই চাওয়া, একটি ভালবাসা
হঠাৎ একটা মিষ্টি গন্ধ পেলাম...ভীষণ রাগ হচ্ছে বাতাসের উপর... ও কেন তোমাকে ছুঁয়ে এলো? তোমার গন্ধ কেন চুরি করলো?... প্রতিটি নিঃশ্বাসে আমি একটু থাকতে চাই...আমার কবিতার প্রতিটি অন্তরায় সজল স্পর্শ...তুমি...অতলস্পর্শী... তোমার ঠোঁট ছুঁয়ে যাওয়া এক একটি শব্দ আমিই শুনতে চাই...বাতাসকে একটুও দেবনা...ওমা তোমার চোখের কোনে জল... আয়না হয়ে আমি থাকবো ঐ লোনাজলে... শুনছো তুমি... অধরা
পরজীবি কোন স্বর্ণলতারস্বার্থপর চাওয়া নয়,
নয় কোন শুকিয়ে যাওয়া
মানিপ্ল্যান্টের পানি প্রত্যাশা।
অতলস্পর্শী...
শুষ্ক জলে এ কিসের ছোঁয়া?
তৃষ্ণায় আজ অধর রিক্ত
স্পর্শে তুমি করেছো সিক্ত
অধরা...
ভালবাসা কি?
জানো তুমি?...জানি আমি
শুধু তুমি।
স্বপ্ন তুমি চার দেয়ালে
ছোট্ট ঘরে অতল মনে
সমীকরণ বড়ই সরল
রাজি হলো ভালবাসা।
onekdin holo...aro jate hobe..Bohudur
মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১২
ব্যথা যেন নিরবে ঝড়ে
ব্যথা যেন নিরবে ঝড়ে
স্মৃতির আঙিনায় খুজঁবে যখন
পাবে আমাকে পাশে তখন
হতে পারিনিই হয়তো সাথী
বুকে ব্যাথা এখনো দিবা রাত্রী
অনেক কথা পড়ে মনে
ব্যথা যেন নিরবে ঝড়ে
চিতার আগুন সারাক্ষণ বুকে
প্রেম করে মরেছি ধুকে ধুকে
এখনোকি মনে পড়ে তোমার
ছিলে সাথী একদিন আমার
হলে তুমি চিরতরে পর
আছ তুমি সুখে যানি থাক প্রতিক্ষণে
এই জীবনে করোনা কভু আমায় তুমি মনে
যখন সুখগুলো আড়াল হবে
কাছের মানুষ পর হবে
কষ্ট গুলো পিছু নেবে
চাঁদের আলো নিভে যাবে
সপ্নগুলো ভেঙ্গে যাবে
তখনো হাত বাড়িয়ে
বলবো আমি
পাশে আছি বন্ধু হয়ে
হাত বাড়ালে পাবে দেখা
এখনো আছি আমি একা
সুখের সন্ধানে টানলে ইতি
ভালবাসার রইলো স্মৃতি
সকাল দুপুর সন্ধ্যা বিকেল তোমায় ভেবেছি
সকাল দুপুর সন্ধ্যা বিকেল তোমায় ভেবেছি
তোমার কাছে চেয়েছিলেম
ভালবাসার তাপ
তুমি দিয়ে গেছো আমায়
অগ্নিগিরির ভাপ।
সকাল দুপুর সন্ধ্যা বিকেল
তোমায় ভেবেছি
তার বদলে এক আকাশ
কষ্ট পেয়েছি।
ভালবাসার তাপ
তুমি দিয়ে গেছো আমায়
অগ্নিগিরির ভাপ।
সকাল দুপুর সন্ধ্যা বিকেল
তোমায় ভেবেছি
তার বদলে এক আকাশ
কষ্ট পেয়েছি।
দূরে ছুঁড়ে ফেলে গেছো
দুঃখ তাতে নেই
বদলে যাই নি আমি আজও
আছি আগের সে-ই।
কষ্ট গুলি বুকের ভেতর
দাপাদাপি করে
সেদিন তুমি পাশে ছিলে
আজ গিয়েছ সরে।
ভালবাসার অথৈ জলে
সাঁতরে বেড়াই আমি
খুঁজে বেড়াই এই জগতে
কি সবচে দামি।
মৌনতা
মৌনতা
যখন তুমি আমার হাতের কাছে ছিলে,
তখন তোমার হাতটা ধরিনি আমি,
দ্বিধাহীন হয়ে নিঃসন্ঙতা দূর
করিনি তোমার,
আমি রাস্তায় দাড়িয়ে তোমার শুন্য
যখন তুমি আমার হাতের কাছে ছিলে,
তখন তোমার হাতটা ধরিনি আমি,
দ্বিধাহীন হয়ে নিঃসন্ঙতা দূর
করিনি তোমার,
আমি রাস্তায় দাড়িয়ে তোমার শুন্য
বারান্দার সাথে কথা বলেছি,
কতবার নিয়েছি তোমার ছাদের
নির্জীব রেলিন্ঙ এর সজীব ছোঁয়া
কতবার হেসেছি টবের ঐ গাছ্গুলোর
সাথে,
ভেসেছি রঙিন ফুল গুলোর সাথে,
তাদের বলেছি , আমার ভালোবাসা
কথা,
অভিমান,আবেগ,উন্মাদনা সবই
বলেছি আমি তাদের,
শুধু বলতে পারিনি আমি তোমায়,
কতবার ভেবেছি ভেঙে ফেলব এই
মৌনতা,
কতবার ভেবেছি, কতবার গিয়েছি ছুটে,
ভেবে আজ বলবোই তোমায়,
পারিনি আমি, ফিরে এসেছি বারবার,
তোমার রেলিঙ আর ফুলগুলোর
ছোঁয়া নিয়ে,
ওদের সাথে আমার সপ্নরাও ছিল,
আমি হয়তো একা ছিলাম না সেদিন,
স্বার্থপর হয়ে ছিলাম সেদিন আমি,
দ্বিধাহীন হয়ে নিঃসঙ্গতা দূর
করিনি তোমার,
আজ তুমি চলে গেছ আমার সপ্ন আর
ওদের প্রান নিয়ে,
নিঃসঙ্গতা তাই গ্রাস করেছে আমায়,
আজ অর্ধমৃত আমি
কতবার নিয়েছি তোমার ছাদের
নির্জীব রেলিন্ঙ এর সজীব ছোঁয়া
কতবার হেসেছি টবের ঐ গাছ্গুলোর
সাথে,
ভেসেছি রঙিন ফুল গুলোর সাথে,
তাদের বলেছি , আমার ভালোবাসা
কথা,
অভিমান,আবেগ,উন্মাদনা সবই
বলেছি আমি তাদের,
শুধু বলতে পারিনি আমি তোমায়,
কতবার ভেবেছি ভেঙে ফেলব এই
মৌনতা,
কতবার ভেবেছি, কতবার গিয়েছি ছুটে,
ভেবে আজ বলবোই তোমায়,
পারিনি আমি, ফিরে এসেছি বারবার,
তোমার রেলিঙ আর ফুলগুলোর
ছোঁয়া নিয়ে,
ওদের সাথে আমার সপ্নরাও ছিল,
আমি হয়তো একা ছিলাম না সেদিন,
স্বার্থপর হয়ে ছিলাম সেদিন আমি,
দ্বিধাহীন হয়ে নিঃসঙ্গতা দূর
করিনি তোমার,
আজ তুমি চলে গেছ আমার সপ্ন আর
ওদের প্রান নিয়ে,
নিঃসঙ্গতা তাই গ্রাস করেছে আমায়,
আজ অর্ধমৃত আমি
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)