আমার ব্যথাগুলো আরো ব্যথা নিয়ে মেঘ হয়ে চেপে গেছে চোখে আমি ভালো নেই.....
[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]
সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৩
বৃষ্টি
যখন আমরা বৃষ্টিতে ভিজে বাসায় ফিরি---
ভাইয়া জিজ্ঞেস করে,
ছাতা নিয়ে বের হস নি কেন??
আপু উপদেশ দেয়,
বৃষ্টি থামার
অপেক্ষা করতে পারলি না!!
... বাবা রাগ হয়ে বলেন,
বৃষ্টিতে ভিজেছ কেন?? যখন
জ্বর বাঁধাবে তখন বুঝবে!!
কিন্তু মা তার শাড়ির আঁচল
দিয়ে ভেজা মাথা মুছে দেন আর বলেন,
পাজি বৃষ্টিটা তোর বাসায় ফেরা পর্যন্ত
অপেক্ষা করতে পারলো না!!
তাই তো মায়েরা সবার থেকে আলাদা...
একটু বেশিই ভালো...
ভাইয়া জিজ্ঞেস করে,
ছাতা নিয়ে বের হস নি কেন??
আপু উপদেশ দেয়,
বৃষ্টি থামার
অপেক্ষা করতে পারলি না!!
... বাবা রাগ হয়ে বলেন,
বৃষ্টিতে ভিজেছ কেন?? যখন
জ্বর বাঁধাবে তখন বুঝবে!!
কিন্তু মা তার শাড়ির আঁচল
দিয়ে ভেজা মাথা মুছে দেন আর বলেন,
পাজি বৃষ্টিটা তোর বাসায় ফেরা পর্যন্ত
অপেক্ষা করতে পারলো না!!
তাই তো মায়েরা সবার থেকে আলাদা...
একটু বেশিই ভালো...
আজ হঠাৎ করে
আমি তো কাঁদতে ভুলে গেছি
এই পাষাণ অশ্রু গুলো
কেন জানি এখন আর চোখ থেকে
বয়ে যায় না ।
কেন যেন এখন আর কাঁদতে
পারি না আমি ।
কিন্তু আজ হঠাৎ করে
এ চোখ ভিজে গেল
জানি না কেন কিছু
... নুনা জল আজ দেখলাম
এ চোখে ।
মনে পরে গেল আমি হয়তো
নিজের অজান্তে তোমায়
ভাবছিলাম তাই ,
আমি তো সেই কবে তোমায়
হারিয়েছি ঠিক মনেও পরে না আমার ।
কিন্তু আজও হারানোর হিংস্র থাবায়
আমার চোখে কান্না আসে ।
আমি তো ভেবেছিলাম আমি
তোমায় ভুলে গেছি । কিন্তু
এ চোখ আমার আবার মনে
করিয়ে দিল পুরনো তোমায়
মনে করিয়ে দিল হারিয়ে যাওয়া
একজন কে ।
তবে কি এটাই ভালোবাসা
মানুষটা হারিয়ে গেলেও
তার জন্য এ হৃদয় কেঁদে যাবে আজীবন ?
তবে কি এ হৃদয় কোন দিনই মুক্তি নেবে না
সেই হারানো ভালোবাসার কষ্ট থেকে ?
তবে কি এমন করেই মাঝে মাঝে নিজের
অজান্তে ভিজিয়ে দিয়ে যাবে আমার এ চোখ ?
এই পাষাণ অশ্রু গুলো
কেন জানি এখন আর চোখ থেকে
বয়ে যায় না ।
কেন যেন এখন আর কাঁদতে
পারি না আমি ।
কিন্তু আজ হঠাৎ করে
এ চোখ ভিজে গেল
জানি না কেন কিছু
... নুনা জল আজ দেখলাম
এ চোখে ।
মনে পরে গেল আমি হয়তো
নিজের অজান্তে তোমায়
ভাবছিলাম তাই ,
আমি তো সেই কবে তোমায়
হারিয়েছি ঠিক মনেও পরে না আমার ।
কিন্তু আজও হারানোর হিংস্র থাবায়
আমার চোখে কান্না আসে ।
আমি তো ভেবেছিলাম আমি
তোমায় ভুলে গেছি । কিন্তু
এ চোখ আমার আবার মনে
করিয়ে দিল পুরনো তোমায়
মনে করিয়ে দিল হারিয়ে যাওয়া
একজন কে ।
তবে কি এটাই ভালোবাসা
মানুষটা হারিয়ে গেলেও
তার জন্য এ হৃদয় কেঁদে যাবে আজীবন ?
তবে কি এ হৃদয় কোন দিনই মুক্তি নেবে না
সেই হারানো ভালোবাসার কষ্ট থেকে ?
তবে কি এমন করেই মাঝে মাঝে নিজের
অজান্তে ভিজিয়ে দিয়ে যাবে আমার এ চোখ ?
শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৩
কাঁক জীবন
কাঁক জীবন
....................................
ঐ দূর সন্ধার আকাশে
পাখিরা সব উড়া –উড়ি বন্ধ করে
করছে কিচির মিচির
ফিরবে বুঝি নীড়ে ।।
বেচারা কাক!নিজের ঘর নেই বলে
বৃক্ষের মগডালে ক্লান্ত বিলাপে কা কা করে
বোঝার মত পড়ে থাকে ।।
দিনের আলোয় যার দর্পিত গর্জন
রাতের আঁধারে হয়ে যায়
অতি ক্ষুদ্র পতঙ্গের অস্ফুস্টো গুঞ্জন ।।
আর এইভাবে
তিলে-
তিলে,
ধীরে-
ধীরে ,
নিস্বপ্ন ,
বিনা আকাঙ্ক্ষায়
বিকারে , বিভ্রমে
বিস্মরণে –
হয় তদ্রায় বিবশ ।।
যখন রবি উদয় হয়নি –
ঠিক তার আগে
না আরও আগে
কল কল ,ছল ছল রবে
কা কা করে জানান দেয় তার
নিজস্বতা ।।
সে আকাশের
মৃত্তিকার গর্ভজাত
সন্তান ।।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)