আমার ব্যথাগুলো আরো ব্যথা নিয়ে মেঘ হয়ে চেপে গেছে চোখে আমি ভালো নেই.....
[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]
শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৩
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৩
নিয়তির বিধান।
ছাইড়া গেলাম মাটির পৃথিবী
জীবন খেলাম হারাইলাম সবই
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান।
রক্তে আমার মিশ্যা ছিল সুরের ছোয়া
হৃদয় দিয়া বাইয়া গেছি সংগীতের খেয়া।
আশায় আশায় কাটলো জীবন ভোর
পার হই নাই তবু সুর সাগর
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান।।
কিসের আশায় মন সপিলাম সুরেরই মেলায়
কী পাইলাম আর কী হারাইলাম সঙ্গীতের খেলায়।
কাইন্দা কাইন্দা বলে আমার মন
ভাংলো কেন সুরেরই স্বপন
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান।।
সাদা কাফন পইড়া গেলাম আন্ধার কবরে
রাইখা গেলাম আমারই গান তোমাদের তরে।
আমায় মনে রাইখো চিরদিন
রঙ্গিন নেশায় কইরো না বিলীন
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান।।
জীবন খেলাম হারাইলাম সবই
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান।
রক্তে আমার মিশ্যা ছিল সুরের ছোয়া
হৃদয় দিয়া বাইয়া গেছি সংগীতের খেয়া।
আশায় আশায় কাটলো জীবন ভোর
পার হই নাই তবু সুর সাগর
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান।।
কিসের আশায় মন সপিলাম সুরেরই মেলায়
কী পাইলাম আর কী হারাইলাম সঙ্গীতের খেলায়।
কাইন্দা কাইন্দা বলে আমার মন
ভাংলো কেন সুরেরই স্বপন
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান।।
সাদা কাফন পইড়া গেলাম আন্ধার কবরে
রাইখা গেলাম আমারই গান তোমাদের তরে।
আমায় মনে রাইখো চিরদিন
রঙ্গিন নেশায় কইরো না বিলীন
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান।।
রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৩
শ্যামল অঙ্গনে....
শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি
ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি।
শরৎ তোমার শিশির-ধোওয়া কুন্তলে,
বনের-পথে লুটিয়ে-পড়া অঞ্চলে
আজ প্রভাতের হৃদয় ওঠে চঞ্চলি।
মানিক-গাঁথা ওই যে তোমার কঙ্কণে
ঝিলিক লাগায় তোমার শ্যামল অঙ্গনে।
কুঞ্জ-ছায়া গুঞ্জরণের সংগীতে
ওড়না ওড়ায় এ কী নাচের ভঙ্গিতে,
শিউলি-বনের বুক যে ওঠে আন্দোলি'।
শুক্রবার, ১৯ জুলাই, ২০১৩
রবিবার, ২৩ জুন, ২০১৩
তোমায় এত বেশি ভালবেসেছি যে...
চাইলেই হয়তো তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারতাম
জানি কষ্ট হত, তবু অসম্ভব ছিল না কিন্তু বেঁচে থাকলে তো বাকিটা জীবন
তোমাকে ঘৃণা করে বাঁচতে হবে ।
তোমায় এত বেশি ভালবেসেছি যে
তোমাকে কখনো ঘৃণা করতে হবে... এ কথা এক মুহূর্তের জন্যও ভাবিনি
ভাববই বা কেন . . . ???
আমার ভালবাসা তো বাজে ছিল না
আজ আমার এই ভালবাসাকে আমি
ঘৃণার কাছে এত সহজে হেরে যেতে দেই
কি করে বল . . . . . ???
তাই ঘৃণা করে বেঁচে থাকার চেয়ে
তোমায় ভালবেসেই চলে যেত হল .
জানি কষ্ট হত, তবু অসম্ভব ছিল না কিন্তু বেঁচে থাকলে তো বাকিটা জীবন
তোমাকে ঘৃণা করে বাঁচতে হবে ।
তোমায় এত বেশি ভালবেসেছি যে
তোমাকে কখনো ঘৃণা করতে হবে... এ কথা এক মুহূর্তের জন্যও ভাবিনি
ভাববই বা কেন . . . ???
আমার ভালবাসা তো বাজে ছিল না
আজ আমার এই ভালবাসাকে আমি
ঘৃণার কাছে এত সহজে হেরে যেতে দেই
কি করে বল . . . . . ???
তাই ঘৃণা করে বেঁচে থাকার চেয়ে
তোমায় ভালবেসেই চলে যেত হল .
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)