আমি
অপেক্ষায় আছি...
আমার ব্যথাগুলো আরো ব্যথা নিয়ে মেঘ হয়ে চেপে গেছে চোখে আমি ভালো নেই.....
[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]
রবিবার, ১৪ আগস্ট, ২০১৬
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০১৪
miss you...
সত্যিকার ভালোবাসা কি
জানো ?
তুমি আমায় ভালোবাসো না......এটা জেনেও
আমি তোমায় অনেক ভালোবাসি ।
তুমি আমায় অবহেলা করো জেনেও,
তোমার অবহেলায়ও আমি অনেক
সুখ অনুভব করি ।
কারণ,
আমি যে তোমায় অনেক ভালোবাসি ।
তুমি আমায় চাওনা জেনেও,তোমায়
আমি পাওয়ার আশা করি ।
পাই বা না পাই,তুমি ফিরে আসবে এইটুকু
আশা নিয়ে তোমার জন্য অপেক্ষায় থাকি
কারণ.....
আমি যে তোমায় অনেক বেশি ভালোবাসি ।
আর এটাই তোমার
প্রতি আমার সত্যিকার ভালোবাসা ।
সত্যিই আমি তোমায় অনেক ভালোবাসি
Miss You…
তুমি আমায় ভালোবাসো না......এটা জেনেও
আমি তোমায় অনেক ভালোবাসি ।
তুমি আমায় অবহেলা করো জেনেও,
তোমার অবহেলায়ও আমি অনেক
সুখ অনুভব করি ।
কারণ,
আমি যে তোমায় অনেক ভালোবাসি ।
তুমি আমায় চাওনা জেনেও,তোমায়
আমি পাওয়ার আশা করি ।
পাই বা না পাই,তুমি ফিরে আসবে এইটুকু
আশা নিয়ে তোমার জন্য অপেক্ষায় থাকি
কারণ.....
আমি যে তোমায় অনেক বেশি ভালোবাসি ।
আর এটাই তোমার
প্রতি আমার সত্যিকার ভালোবাসা ।
সত্যিই আমি তোমায় অনেক ভালোবাসি
Miss You…
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০১৪
বিবাহ বার্ষিকী
বিবাহ বার্ষিকী
অচেনা দু’টি
পথ
অজানা দু’ দেহ-মন।
মিলনের বারি সিঞ্চনে
বেছে নিল শুভক্ষন।
অজানা দু’ দেহ-মন।
মিলনের বারি সিঞ্চনে
বেছে নিল শুভক্ষন।
হল পরিচয়,হল
পরিণয়
শুরু হল পথচলা পাশাপাশী।
শুরু হল ভাগাভাগি,জীবনের অনুভূতি
সুখ-দুখ,কান্না-হাসী।
শুরু হল পথচলা পাশাপাশী।
শুরু হল ভাগাভাগি,জীবনের অনুভূতি
সুখ-দুখ,কান্না-হাসী।
জল গড়িয়ে কেটে গেল
দিন
স্বপ্নের আগামীর ঠায় হল অতীতে।
সুখনের দিনগুলো আজ
ঠায় পেল রুপোলী স্মৃতি ফিতেতে।
স্বপ্নের আগামীর ঠায় হল অতীতে।
সুখনের দিনগুলো আজ
ঠায় পেল রুপোলী স্মৃতি ফিতেতে।
আজকের ভোর খুলে দিল
দোর
খুলে গেল স্বপ্নীল স্মৃতির ফিতে।
আজ দিন তবে হোক রঙিন
পাশাপাশী বসে হাতে হাত রেখে।
খুলে গেল স্বপ্নীল স্মৃতির ফিতে।
আজ দিন তবে হোক রঙিন
পাশাপাশী বসে হাতে হাত রেখে।
কামনার জানালা রুপোলী
কিরনে ভরা
দৃষ্টির সীমানায় স্বর্গীয় রেখা।
আজকের কামনা,বিনীত প্রার্থনা
আজীবন সুখে-দুখে পাশাপাশী থাকা।
জীবনের
পথ হোক সুখময়দৃষ্টির সীমানায় স্বর্গীয় রেখা।
আজকের কামনা,বিনীত প্রার্থনা
আজীবন সুখে-দুখে পাশাপাশী থাকা।
ধুয়ে যাক হতাশার শেষ ক্লান্তি টি।
উদয়ের আলোক উপচে পড়ুক
শুভ হোক সতেরতম বিবাহ বার্ষিকী।
বুধবার, ২৬ নভেম্বর, ২০১৪
চাকরিটা হবে
চাকরিটা হবে
ঘরে অসুস্থ মা, ওষুধের অপেক্ষায় কাতর,
এই তো ছেলের চাকরি হয় বলে,
ভালো রেজাল্ট, ভালো ইন্টারভিউ
আত্মবিশ্বাসের মাত্রাটা দেয় বাড়িয়ে।
একদিন এল খবর, সোনার হরিণ দেয় ডাক,
চাকরির টেবিলটা হাতছানি দেয়,
টেবিলে বসার অপেক্ষায় প্রহরগোনা,
বসতে যাবে—
হঠাৎ! হাসি মুখে বসে পড়ে একজন
ঘুষের টাকায় কেনা বলে!
হঠাৎ
হঠাৎ
ক্ষুধার্থ শিশু, বুভুক্ষু চোখে মা, অনাহার অনিদ্রা,
সামনে পচা ডাস্টবিন, মরা কিছু মাছি
অভুক্ত নেড়ি কুকুরের দল।
অপেক্ষায় কাটে দিন, গড়িয়ে যায় সন্ধ্যা
কেউ একজন আসবে বলে,
উচ্ছিষ্ট দেবতালয়ে, ভক্ষণের প্রত্যাশায়।
অবশেষে আসে মিউনিসিটিপ্যালের গলিত লাভা,
একে একে ছুড়ে ফেলে ডাস্টবিনের পাশে,
প্রত্যাশায় চেয়ে রয় অনাহারী শিশু,
অতঃপর একটি উচ্ছিষ্ট দেবতার প্রাপ্তি
হাতে নেয় গন্ধ শুঁকে!
হঠাৎ... ছোঁ মেরে কেড়ে নেয় অনাহারী পশু!
সামনে পচা ডাস্টবিন, মরা কিছু মাছি
অভুক্ত নেড়ি কুকুরের দল।
অপেক্ষায় কাটে দিন, গড়িয়ে যায় সন্ধ্যা
কেউ একজন আসবে বলে,
উচ্ছিষ্ট দেবতালয়ে, ভক্ষণের প্রত্যাশায়।
অবশেষে আসে মিউনিসিটিপ্যালের গলিত লাভা,
একে একে ছুড়ে ফেলে ডাস্টবিনের পাশে,
প্রত্যাশায় চেয়ে রয় অনাহারী শিশু,
অতঃপর একটি উচ্ছিষ্ট দেবতার প্রাপ্তি
হাতে নেয় গন্ধ শুঁকে!
হঠাৎ... ছোঁ মেরে কেড়ে নেয় অনাহারী পশু!
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)