মেঘলা_দুপুর
(আপু , তোমায় মিস করি খুব ।)
এমনি এক শাদা মেঘের কাছে এক টুকরো রোদ চেয়েছিল দুপুর হতে
শূন্যতায় ভাসমান খানিক জীবন ;
সবাই বলে দু’দিনের ক্যানভাস
নিত্য ঝমক তীব্র খোলসে মগ্ন সারাংশ
পলকে হারিয়ে যাওয়া অট্টহাসি
ধ্রুপদী রাগ
আর তুমি কপট মায়ার প্রথম অক্ষর ।
অথচ মহানীলে নির্নিমেষ ভাসতে ভাসতে
শঙ্খিনী রাত খুলে দেখি
এই জীবনের একলা বেলা ফুরলোনা ।
জুয়াড়ি প্রহরে হারবার শঙ্কা আর নেই
একাকীত্বে ডুব দিয়ে মাতাল হয়ে
নির্ঘাত সাঁঝের ঘোমটা এনে দিতে পারি এই রোদ মেঘের পাড়ে
ছুঁয়ে দিতে পারি অদৃশ্য তোমার মৌন মুখর ক্ষণ
শব্দের সাতরং
বিনম্র মোহে ছলকে উঠা বেদনা ।
মরে যেতে যেতে জীবন্ত হই জীবনের পরবাসে
আপনত্বে মিশে গিয়ে দেখি পরবাস শুয়েছে পাশে
বন্ধ চোখের পাতায় আত্মজ একাকার হয়ে থাকে ;
সরে সরে শুক্লপক্ষের রাতে জড়িয়ে রাখি অনাকাঙ্খিত উন্মাদনা
আর...আর কেবল মনে হয় “বেঁচে থাকা বড্ড জরুরী” !
শুকতারার জ্বলজ্বলে নিঃসঙ্গতায় উল্লাস গাঢ় হলে
সাজির সারথি ছড়ায়ে দিয়ে হেসে উঠি অকারণে
বারবার অস্তের বিষবাণে সমর্পিত হয়ে পুনর্বার জেগে উঠা ;
অজানাই রয়ে গেল আদিকাল মহাকাল ।
শূন্যতায় ভাসমান খানিক জীবন ;
সবাই বলে দু’দিনের ক্যানভাস
নিত্য ঝমক তীব্র খোলসে মগ্ন সারাংশ
পলকে হারিয়ে যাওয়া অট্টহাসি
ধ্রুপদী রাগ
আর তুমি কপট মায়ার প্রথম অক্ষর ।
অথচ মহানীলে নির্নিমেষ ভাসতে ভাসতে
শঙ্খিনী রাত খুলে দেখি
এই জীবনের একলা বেলা ফুরলোনা ।
জুয়াড়ি প্রহরে হারবার শঙ্কা আর নেই
একাকীত্বে ডুব দিয়ে মাতাল হয়ে
নির্ঘাত সাঁঝের ঘোমটা এনে দিতে পারি এই রোদ মেঘের পাড়ে
ছুঁয়ে দিতে পারি অদৃশ্য তোমার মৌন মুখর ক্ষণ
শব্দের সাতরং
বিনম্র মোহে ছলকে উঠা বেদনা ।
মরে যেতে যেতে জীবন্ত হই জীবনের পরবাসে
আপনত্বে মিশে গিয়ে দেখি পরবাস শুয়েছে পাশে
বন্ধ চোখের পাতায় আত্মজ একাকার হয়ে থাকে ;
সরে সরে শুক্লপক্ষের রাতে জড়িয়ে রাখি অনাকাঙ্খিত উন্মাদনা
আর...আর কেবল মনে হয় “বেঁচে থাকা বড্ড জরুরী” !
শুকতারার জ্বলজ্বলে নিঃসঙ্গতায় উল্লাস গাঢ় হলে
সাজির সারথি ছড়ায়ে দিয়ে হেসে উঠি অকারণে
বারবার অস্তের বিষবাণে সমর্পিত হয়ে পুনর্বার জেগে উঠা ;
অজানাই রয়ে গেল আদিকাল মহাকাল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন