ইতস্তত রাত
দিন তো দিনের মতো চলে যাচ্ছে,
চলে যাচ্ছে, রেখে যাচ্ছে ক্ষত।
দিন শেষে রাত আসে হয়ে ইতস্তত।
ছোট
ছোট শিশির পড়ে।
চরে চরে। গরুগুলি নাচে।
এই দেশে কৃষকেরা হওয়া খেয়ে বাঁচে।
আমি
ঘরে বসে থাকি।
কৃষকের মুখ আঁকি।
কালি দিয়ে কালো।
সন্ধ্যায় বলে দিই দিন গেল ভালো।
এই ভাবে যাচ্ছে। কোথায় কে নাচছে।
চারিদিকে ভাঁড়।
দিন শেষে সকলেই চারপদ ষাঁড়।
এই ভাবে চলে যাই রেখে যাই ক্ষত।
দিন শেষে রাত আসে হয়ে ইতস্তত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন