[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বুধবার, ২ নভেম্বর, ২০১১

Hridoy Khan ft. Panna - Piritir Aatha


Shokhi - Habib Wahid


কবির স্বপ্ন (গীতি কবিতা)

কবির স্বপ্ন।(গীতি কবিতা)
২১জুলাই,২০০৬।হাসনাত

কার উঠোনে যাব বল
কোন উনোনে জ্বল ফুটাব
তৃষা প্রিয় ভয়
প্রেমিক হবার ইচ্ছে আমার
সারা জনম রয়।।

আঁচল ভরা বিশুদ্ধ জ্বল
কে আমার দেবে
কোন উঠোনের শ্বষ বীজ
আমায় ডেকে নেবে
যার আঁচল ভরা জ্বল।।

কবির স্বপ্ন উঠোন খুঁজা
কবির স্বপ্ন উনোন তা
কোন উঠোনো প্রেমিক সূর্য
কোন উঠোন প্রেমিচ্ছা
সয়না প্রেমের ক্ষয়।।
কবির স্বপ্ন(গীতি কবিতা)
২১জুলাই,২০০৬।হাসনাত

কার উঠোনে যাব বল
কোন উনোনে জ্বল ফুটাব
তৃষা প্রিয় ভয়
প্রেমিক হবার ইচ্ছে আমার
সারা জনম রয়।।

আঁচল ভরা বিশুদ্ধ জ্বল
কে আমার দেবে
কোন উঠোনের শ্বষ বীজ
আমায় ডেকে নেবে
যার আঁচল ভরা জ্বল।।

কবির স্বপ্ন উঠোন খুঁজা
কবির স্বপ্ন উনোন তা
কোন উঠোনো প্রেমিক সূর্য
কোন উঠোন প্রেমিচ্ছা
সয়না প্রেমের ক্ষয়।।

শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১১

মাঝ রাতে আকাশে চাঁদ

মাঝ রাতে আকাশে চাঁদ


মাঝ রাতে আকাশে চাঁদ

উঠেনি বুজতে পারলাম হয়তো আজ তুমি

চাদ দেখনি,আকাশের নিল যদি

আধারে বিলায় বুজে নেব

তুমি তারে মনে রাখনি,

কি করে মনে রাখবে

তুমি যে বদলে গেছ

আগের অনেক কিছু বুলে গেছ,

তুমি কি পারবে একবার শুধু

একবার বদলে দিতে আমির এই পৃথিবী

সৃতিতে ফিরে না আসো,পারবেনা

কারণ তুমি যে পাথর তোমার মনটা ও যে পাথর,

কি করে বুজবে কোনটা

ভালোবাসা কোনটা আদর ...

তোমাকেই ভালোবাসি

তোমাকেই ভালোবাসি


আজ কেন জানি তোমার কথা
খুব বেসি মনে পরছে,
তুমি কি আগের মত আছ নাকি
বদলে গেছ, তুমি কি এখনো
আমায় ভালোবাসো নাকি
ভুলে গেছ,তোমার দূটি চোখে
এখনকি অশ্রু ঝরে আমার পথ
চেয়ে,নাকি নতুন কোনো স্বপ্ন
দেখো আমার স্বপ্নটাকে
ছুড়ে ফেলেদিয়ে,
সনো হরিদাসী আমার স্বপ্নটাকে
বাস্তবের মত দেখো আমি
শুধু তোমাকেই ভালোবাসি