নিঃশব্দের স্মৃতি
হাঁটছো তুমি, লোকের চাহুনি
বাদ পড়েনি আমার নয়ন
দীর্ঘ কেশে বেশ সেজেছে
পাশের নরে দিলেম চয়ন।
এমন তবে, তোমার বলার হীরক
বকুল ধরেছে, হয়েছে বেশ সাজুনি,
বেশ দিলেম এমনই কিছু অংশ
এখনও স্মৃতি, রয়েছে আমার গাঁথুনি।
হাঁটছো তুমি, লোকের চাহুনি
বাদ পড়েনি আমার নয়ন
দীর্ঘ কেশে বেশ সেজেছে
পাশের নরে দিলেম চয়ন।
বেশ সেজেছে রৌদ্র বটে
ছুটোছুটি যেন বাড়ছে শেষে
ঘাম বেড়েছে তোমার ঘ্রাণে
নীল পদ্ম বুকে ক্ষানিক বসে।
ছুটোছুটি যেন বাড়ছে শেষে
ঘাম বেড়েছে তোমার ঘ্রাণে
নীল পদ্ম বুকে ক্ষানিক বসে।
বকুল ধরেছে, হয়েছে বেশ সাজুনি,
বেশ দিলেম এমনই কিছু অংশ
এখনও স্মৃতি, রয়েছে আমার গাঁথুনি।