[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

শনিবার, ২৪ মার্চ, ২০১২

Ekla Ghar – Lyrics and Song


Ei ekla ghar amar desh
amar ekla thakar abhbhes
ami kichutei bhabbo na
tomar katha
boba telephoner paashe bose
tobu gobhir raater
agobhir cinemaye
jodi prem chaye
natuke bidaaye
ami achchhonno hoe porechhi abar
dekhi chokh bhije jaaye kannaye](2)

 
na na knadchhi na
tomaye bhabchhi na
mone porchhe na tomake
tobu jachchi ki
fire jachchi ki
sei fele aasa ateet-e
sei ateet-e?

 
bondhuder bhireo
ekla ekla ami
kh(n)uje firi lakhkhya amar
paltachche na
ei abosthata
jodio palte jaoai darakar
tomar barir pathe cholechhi abar
dey brishtita sango amaye
janalar k(n)ache tumi
dekhte paabe ki naaki
jhapsa ta ghor barshaye
na na jachchi na
kothao jachchi na
kh(n)uje pachchi na se pathtake
tobu jachchi ki
fire jachchi ki
sei bhule jaoa toamke
sei tomake?

 
na na bhabchhi na
tomaye bhabchhi na
mone porchhe na tomake
tobu jachchi ki
fire jachchi ki
sei bhule jaoa tomake
sei tomake?

sei tomakei
tomakei
tomakei
sei tomakei ||

Ekla Ghar – Lyrics and Song 

O Gaanwala

 

 O Gaanwala

Just came across this beautiful Bengali song by Suman Chattopadhaya. Such a melodious and soothing number that you don't even need to understand the lyrics. A friend of mine helped me to do the translation and it sounds even better now.

বাংলা

O Gaanwala,
Aar ekta gaan gao...
Amar aar kothao jabar nei,
Kischu korar nei!

Cheleybelar sei -
Behala bajano lokta,
Choley gechey behala niye
Choley gechey gaan shuniye!
Ei paltano shomoy,
Firbey ki firbey ta jana nai!
O Gaanwala,
Aar ekta gaan gao...
Amar aar kothao jabar nei,
Kischu korar nei!

Koishor sesh houa,
Rong-chonge shopner din -
Choley gechey rong hairey
Choley gechey mukh firiye!
Ei thatka-bajir deshey
Shopner pakhi gulo bechey nei!
O Gaanwala,
Aar ekta gaan gao...
Amar aar kothao jabar nei,
Kischu korar nei!



Translation:

O singer
Sing one more song
I don't have anywhere to go
I don't anything to do

In childhood's
The guy who used to play violin
Went away with his violin
Went away singing song
This running time
Not sure if it would come back again

O singer
Sing one more song
I don't have anywhere to go
I don't anything to do

Teen age is over
Days of colorful dreams
Went away losing all the colors
Went away turning face
This land of deceiving
No birds of dream are surviving

O singer
Sing one more song
I don't have anywhere to go
I don't anything to do!




বৃহস্পতিবার, ২২ মার্চ, ২০১২

DJ RIDWAN

BOLO KANO AAMON HOY-DJ RIDWAN

এলোমেলো ভাবনা

এলোমেলো ভাবনা

চলতি পথে কিংবা কখন কোন একা উদাস নির্জনে বসে আমার মত অনেকের মনেই কিছু না কিছু ভাবনা বা সুর গুন গুন করে। তার কিছু ধরে রাখা যায় আবার কিছু কোথায় কোন নীলিমায় মিলিয়ে যায় তা আমরা কেউ জানি না। এ নিয়ে এত চিন্তাও করি না। কত কিছুই আসে যায় কে তার এমন খোজ রাখে, তাই না? এমনি কিছু টুকরো কথা যা আমাকে মাঝে মাঝে ভীষণ বিব্রত করে তোলে। মন থেকে কিছুতেই দূরে যেতে চায় না। নিজেরই অজান্তে কখন যেন তাই কাগজের কোণে লিখে রেখেছিলাম। ঝারা মুছা করতে গিয়ে দৃষ্টিতে এলে আবার তা কখন যেন  যত্নে তুলেও রেখেছিলাম তারই কয়েকটা আজ আপনাদের সামনে তুলে দিচ্ছি। দেখুন আপনারাও গুন গুন করতে পারেন যদি!

খন্ড কথা-১
কি খেলা খেলিছ আজ আমার হৃদয় লয়ে
বারে বারে নত হয়ে রই যেন তব পদ তলে
আমার প্রানের উচ্ছাস যত উছলিয়া উঠে
কহিতে পারে না তাই নিরবে আকুলিয়া ঝরে।
আপনার চেয়ে আপন যারে ভেবেছি চির কাল
সে নহে মোর আপন বুঝি নাই কেন এত কাল।

খন্ড কথা-২
সাঁঝের পাখিরা সবে ফিরে এল কুলায়
তুমি এলে না হায় আজো সন্ধ্যা বেলায়।
কত দিন কেটে গেছে প্রহর গুনে গুনে
কত রাত কেটে গেছে নিশীথের গান শুনে।
কি যেন বলিতে চেয়েছিলে মোরে
আজো হয় নি সে কথা শোনা
হলো না শেষ মোর কল্পনার জাল বোনা,
বসে রই ঝরা শিউলি তলায়।
খন্ড কথা-৩
ওই রংধনুর রঙ থেকে কুড়িয়ে পেয়েছি অরুন মালা
তুমি ছিলে পাশে হাতে নিয়ে বরণ ডালা।

খন্ড কথা-৪
বরষার মেঘ হয়ে আছ তুমি
হৃদয় যমুনার তীরে
যেন জাগলে ঢেউ কুল ভেসে
হাল ভাঙ্গা তরী এসে ভিরে।।
খন্ড কথা-৫
অনেক দিনের আশা ছিল তোমায় দেখিবার
মনের মুকুরে দ্বিপ জ্বেলে ভালবাসিবার।

খন্ড কথা-৬
কি ব্যাথায় গান গেয়ে পাখি ওই শাখে
মরমে বেধে সুর আমাকে ডাকে।।
হৃদয় তিমিরে নিভে গেছে শুকতারা
সুরের মিছিলে আর নাহি জাগে সারা
তবু কেন ওই সুর কেড়ে নেয় আমাকে।।

খন্ড কথা-৭
রিনিঝিনি বাজে নুপুর শ্রাবণে
হারালো চাদের আলো
মেঘলা গগনে।।
কথা কয় নিশুতি রাত
ব্যাথার রাগিনী তুলে
যেন মধু লগন ভেসে যায়
বিরহ সাগরে।।

এই তো এই পর্যন্তই।

বুধবার, ২১ মার্চ, ২০১২

নিথর চাহনী অপলক





আমি দেখেছি হিমাদ্রির সৌরভাদ্র ব্যাকুলতা,
পাখির ডানায় সিক্ত সবুজ বীথির ছায়া।
ভর দুপুরে গ্রীষ্মের মেঘ ভাঙ্গা শুদ্ধতা।
রুপসী বালিকার, কাছে টানার মায়া।

আমি দেখেছি শুভ্রসানন্দ, বর্ষার ধারাজল;
শীতের কুয়াশায় দিপ্ত মিহির অন্তরাল।
বসন্তের বর্ণীল আনন্দনিকেতন
কুয়াশার অলস বিসাদে ভরা দেহ মন।
ভালোলাগেনা কিছুই নিথর চাহনী অপলক;
শুধু মুখস্ত মানুষ দেখি মৃতপালক।
গোধুলীর সূর্য্য নদী বক্ষে হারিয়ে যায়,
রাতের আধার কেটে পূর্ণতা পায়।

তুমি কালের ব্যতিক্রমে ফেরনি--
অভিমানী, সর্বস্ব খোয়ানো মেয়ে
মানসিক নীলে বন্ধ জীবনধারণী।
কত প্রেয়সী শত অভীমান করে
আবার ভালোবাসার প্রেমিক ডোরে ফেরে।
ফিরে আস সব অশুদ্ধতা ছিড়ে;
নতুন করে সাজাই ঘর, করিয়া যতন।
শুশ্রুষার সবুজ চুম্বনে সিক্ত করে দাও....
আগের মতন!!!

অচেনা জগতে কেমন করে আছ নির্লিপ্ত একা??
অন্ধকার রাতে একটি তারা দেখি...
ক্রমে মেঘে ঢেকে যায় আকাশ।
অনুভব হয় শরীরে ঠান্ডা বাতাস।
এক হওয়ার প্রতিক্ষায় থাকি.........