[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বুধবার, ২১ মার্চ, ২০১২

নিথর চাহনী অপলক





আমি দেখেছি হিমাদ্রির সৌরভাদ্র ব্যাকুলতা,
পাখির ডানায় সিক্ত সবুজ বীথির ছায়া।
ভর দুপুরে গ্রীষ্মের মেঘ ভাঙ্গা শুদ্ধতা।
রুপসী বালিকার, কাছে টানার মায়া।

আমি দেখেছি শুভ্রসানন্দ, বর্ষার ধারাজল;
শীতের কুয়াশায় দিপ্ত মিহির অন্তরাল।
বসন্তের বর্ণীল আনন্দনিকেতন
কুয়াশার অলস বিসাদে ভরা দেহ মন।
ভালোলাগেনা কিছুই নিথর চাহনী অপলক;
শুধু মুখস্ত মানুষ দেখি মৃতপালক।
গোধুলীর সূর্য্য নদী বক্ষে হারিয়ে যায়,
রাতের আধার কেটে পূর্ণতা পায়।

তুমি কালের ব্যতিক্রমে ফেরনি--
অভিমানী, সর্বস্ব খোয়ানো মেয়ে
মানসিক নীলে বন্ধ জীবনধারণী।
কত প্রেয়সী শত অভীমান করে
আবার ভালোবাসার প্রেমিক ডোরে ফেরে।
ফিরে আস সব অশুদ্ধতা ছিড়ে;
নতুন করে সাজাই ঘর, করিয়া যতন।
শুশ্রুষার সবুজ চুম্বনে সিক্ত করে দাও....
আগের মতন!!!

অচেনা জগতে কেমন করে আছ নির্লিপ্ত একা??
অন্ধকার রাতে একটি তারা দেখি...
ক্রমে মেঘে ঢেকে যায় আকাশ।
অনুভব হয় শরীরে ঠান্ডা বাতাস।
এক হওয়ার প্রতিক্ষায় থাকি.........

কোন মন্তব্য নেই: