[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

রবিবার, ৫ আগস্ট, ২০১২

FAT32 কে NTFS ফাইল সিস্টেম

FAT32 কে NTFS ফাইল সিস্টেম এ কনভার্ট করুন কোন ডেটা হারানো ছাড়া !!!! (যারা নতুন কম্পিউটার এ কাজ করা শুরু করেছেন তাদের জন্য উপকারি)

FAT৩২ আর NTFS কি ?
FAT32 (File Allocation Table) আর NTFS (New Technology File System) হল ডিস্ক ফাইল সিস্টেম এর দুইটি ধরন ( Type ) । FAT32 সর্বপ্রথম DOS এবং Windows 98 এ ব্যাবহার করা হয় কিন্তু Windows XP ছাড়ার সময় আমরা NTFS ফাইল সিস্টেম এর সাথে পরিচিত হই । বর্তমানে NTFS ফাইল সিস্টেম সবচেয়ে বেশি ব্যাবহার করা হয় ।
NTFS vs. FAT32
NTFS ফাইল সিস্টেম যে সেক্টর তৈরি করে তার Counting হল ৪ , ধরুন আপনার ফাইল সাইজ হল ১৮ তাহলে NTFS ৫ টা সেক্টর (৪,৪,৪,৪,২) তৈরি করবে । এরমানে হল এখানে ২ টি সেক্টর হারিয়ে যাবে । কিন্তু FAT32 এর ক্ষেত্রে এটি যে সেক্টর গুলো তৈরি করে তার Counting হল ১৬ তাই ১৮ সাইজ এর ফাইলটির জন্য FAT32 ২ টি সেক্টর ( ১৬,২ ) তৈরি করবে যার মানে ১৪ টি সেক্টর হারিয়ে যাবে । কিন্তু নিচের পদ্ধতিতে আপনি Convert করতে পারবেন ডেটা হারানো ছাড়া ।
FAT32 কে NTFS ফাইল সিস্টেম এ কনভার্ট করার পদ্ধতি :
১। Start এ গিয়ে Search বার এ cmd লিখে সার্চ দিন আর cmd তে রাইট ক্লিক করে Run as adminidtratore ক্লিক করে কমান্ড ওপেন করুন ।

২। কমান্ড উইন্ডো তে " chkdsk G:/f " ( Quotesion ছাড়া ) । এখানে G এর জায়গায় যে ড্রাইভ টি কনভার্ট করবেন তা দিবেন । এই কমান্ড টি আপনার ড্রাইভ চেক করবে ।
৩।চেক হয়ে গেলে " Convert G: /FS:NTFS " ( Quotesion ছাড়া ) লিখে এন্টার চাপুন আর কনভার্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ।

NTFS এ রূপান্তরিত

 

মাত্র ৩৮৭ বাইট ফাইল এর মাধ্যমে আপনার সকল ড্রাইভ কে NTFS এ রূপান্তরিত করুন !!!!!!


আমাদের কম্পিউটার এ অনেকের FAT/FAT32 তে ড্রাইভ সেটআপ দেয়া থাকে ।এমন কি পেনড্রাইভ ও FAT32 সিস্টেম দেওয়া থাকে । তাই আমাদের অনেক সময় ড্রাইভ গুলো NTFS এ রূপান্তরিত করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা পুরো কম্পিউটার কে সেটআপ দেই । কিন্তু আর এত কষ্টো করা লাগবে না । মাত্র ৩৮৭ বাইট এর ১ টি ফাইল দিয়ে আপনি আপনার কম্পিউটার এর সকল ড্রাইভ কে NTFS এ রূপান্তরিত করতে পারবেন।
নিয়ম ঃ
প্রথমে ১ টি notepad এ নিচের লিখা গুলো copy paste করুন।

=====================================================
==========convert c: /FS:NTFS
==========convert d: /FS:NTFS
==========convert e: /FS:NTFS
==========convert f: /FS:NTFS
==========convert g: /FS:NTFS
==========convert i: /FS:NTFS
msg %username% "NTFS CONVERTER -
=============================================
বিশেষ দ্রষ্টব্য ঃ কারো কম্পিউটার এ ড্রাইভ বেশি থাকলে ১ টি লাইন বারিয়ে নিতে পারেন।যেমন ঃ ==========convert h: /FS:NTFSশুধু ড্রাইভ letter পরিবর্তন করে নিবেন ।আমি যেমন ড্রাইভ letter h দিলাম
এর পর এটিকে ntfs.bat নামে সেভ করুন।
এরপর সেভ করা ফাইল টিকে ডাবল ক্লিক করুন । এরপর দেখুন এর মজা ।

online থেকেই কম্পিউটার বা ইন্টারনেটের ভিডিও ফাইল কনভার্ট করুন

 

online থেকেই কম্পিউটার বা ইন্টারনেটের ভিডিও ফাইল কনভার্ট করুন

আমরা অনেকেই অনলাইন থেকে ভিডিও ফাইল ডাউনলোড করে থাকি কিন্তু দেখা যায় পরে সেটা চলে না । আবার সেগুলো সিডিতে রাইট বা অনলাইনে আপলোড করতে গেলেও হয় না । এই সব সমস্যা সমাধানের জন্য আপনাকে কোন না কোন ভিডিও সফটওয়ার ব্যবহার করতে হয় । কিন্তু মনে করে আপনি এমন এক কম্পিউটার চালাচ্ছেন সেখানে সফটওয়ার ইনস্টল করার পদ্ধতি লক করা বা সেরকম কোন সফটওয়ার নেই যেটা দিয়ে আপনি ভিডিও ফাইলটি কনভার্ট করবেন । কিন্তু এই সব সমস্যাগুলো আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন অনলাইনে বসেই । আপনাকে প্রথমে www.online.movavi.com এ যেতে হবে । সেখানে যদি আপনি অনলাইন থেকে সরাসরি কনভার্ট করতে চান তাহলে Url লেখায় ক্লিক করে কনভার্ট করতে পারবেন আর যদি কম্পিউটার থেকে ফাইল কনভার্ট করতে চান তাহলে file এ ক্লিক করে ভিিডিও ফাইলটি কনভার্ট করতে পারবেন করতে পারবেন । আপনি এখান থেকে সর্বাধিক জনপ্রিয় ১২ টি ফরমেটে কনভার্ট করতে পারবেন যেমনঃ mp4 , avi , 3gp , 3gp2, mpeg , mp3 , flv ইত্যাদি । আপনি একসাথে সর্বাধিক ৫ টি ফাইল কনভার্ট করতে পারবেন এবং ১০০ মেগাবাইট বা ১০ মিনিটের ভিডিও ফাইল কনভার্ট করতে পারবেন । এই ওয়েবসাইট থেকে আপনি বিভিন্ন ওয়াইডগোট এবং কনভার্টার সফটওয়ার ডাউনলোড করতে পারবেন ফ্রিতে ।

Jism 2 (2012) Full Movie HD


Jism 2 (2012) Full Movie HD

Jism 2 Yeh Jism Song | Sunny Leone, Arunnoday Singh, Randeep Hooda |



Jism 2 Yeh Jism Song | Sunny Leone, Arunnoday Singh, Randeep Hooda | Exclusive Uncensored Video

শনিবার, ৪ আগস্ট, ২০১২

ধ্যানমান সময়ের কবিতা




পাহাড়ের ঘুম ভেঙ্গে
জেগে ওঠে পাথর মিনার
সিঁড়ি ভেঙ্গে উঠে আসে
সময়পুরুষ
মিনারের চূড়াদেশে আসন পেতে
দীর্ঘ রজনী কেটে যায় ধ্যানে
ধ্যান ভাঙে সুললিত কণ্ঠের সুরে
ধ্যান ভেঙে চেয়ে দেখে অচল দিনার
কত সময় কেটে গেছে
ক্ষয়ে গেছে পাথরের ইট
কতো রাজা এসেছিলো
কতো রাজা চলে গেছে
সময়ের ঘুমে
এসেছিলো আরো কী
ধ্যানমান সময়প্রফেট
আজ তার খোঁজ নিতে নগরের দিকে
সিঁড়ি ভেঙে নেমে এলে মিনার থেকে
উড়ে যায়, খাঁচা ফেলে বিমুগ্ধ ধ্যান।