[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

রবিবার, ৫ আগস্ট, ২০১২

online থেকেই কম্পিউটার বা ইন্টারনেটের ভিডিও ফাইল কনভার্ট করুন

 

online থেকেই কম্পিউটার বা ইন্টারনেটের ভিডিও ফাইল কনভার্ট করুন

আমরা অনেকেই অনলাইন থেকে ভিডিও ফাইল ডাউনলোড করে থাকি কিন্তু দেখা যায় পরে সেটা চলে না । আবার সেগুলো সিডিতে রাইট বা অনলাইনে আপলোড করতে গেলেও হয় না । এই সব সমস্যা সমাধানের জন্য আপনাকে কোন না কোন ভিডিও সফটওয়ার ব্যবহার করতে হয় । কিন্তু মনে করে আপনি এমন এক কম্পিউটার চালাচ্ছেন সেখানে সফটওয়ার ইনস্টল করার পদ্ধতি লক করা বা সেরকম কোন সফটওয়ার নেই যেটা দিয়ে আপনি ভিডিও ফাইলটি কনভার্ট করবেন । কিন্তু এই সব সমস্যাগুলো আপনি খুব সহজেই সমাধান করতে পারবেন অনলাইনে বসেই । আপনাকে প্রথমে www.online.movavi.com এ যেতে হবে । সেখানে যদি আপনি অনলাইন থেকে সরাসরি কনভার্ট করতে চান তাহলে Url লেখায় ক্লিক করে কনভার্ট করতে পারবেন আর যদি কম্পিউটার থেকে ফাইল কনভার্ট করতে চান তাহলে file এ ক্লিক করে ভিিডিও ফাইলটি কনভার্ট করতে পারবেন করতে পারবেন । আপনি এখান থেকে সর্বাধিক জনপ্রিয় ১২ টি ফরমেটে কনভার্ট করতে পারবেন যেমনঃ mp4 , avi , 3gp , 3gp2, mpeg , mp3 , flv ইত্যাদি । আপনি একসাথে সর্বাধিক ৫ টি ফাইল কনভার্ট করতে পারবেন এবং ১০০ মেগাবাইট বা ১০ মিনিটের ভিডিও ফাইল কনভার্ট করতে পারবেন । এই ওয়েবসাইট থেকে আপনি বিভিন্ন ওয়াইডগোট এবং কনভার্টার সফটওয়ার ডাউনলোড করতে পারবেন ফ্রিতে ।

কোন মন্তব্য নেই: