[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

রবিবার, ৫ আগস্ট, ২০১২

TO FRIEND...



If you're lonely,
And need a friend,
And troubles seem like
They never end,
Just remember to keep the Faith,
And Love will be there to Light the Way.

Anytime you need a friend,
I will be here.
You'll never be alone again,
So don't you fear.
Even if you're miles away,
I'm by your side.
So don't you ever be lonely.
Love will make it alright.

When the shadows are closing in,
And your Spirit diminishing,
Just remember you're not alone,
And Love will be there,
To Guide you Home.

কে কথা কয়


কে কথা কয়


কে কথা কয় মনের ভেতর
সকাল দুপুর সাঁঝের বেলা
কি কথা কয় কানের ভেতর
অষ্টপ্রহর প্রতি বেলা।


ইলসে গুড়ি বৃষ্টি নামে, ইলিশ খেলে নদীর মাঝে
কান্না হয়ে মেঘ জমে রয়, নীল আকাশে মেঘের সাজে
কি কথা কয় বৃষ্টি এসে, ফিসফিসিয়ে আমার কানে
নূপুর পায়ে রিমঝিমিয়ে, টিনের চালে গানে গানে।


আঁধার রাতের কালোর মাঝে, চাঁদের রূপে আসে সে যে
ফিসফিসিয়ে আমার কানে, কি কথা কয় জ্যোৎস্না রূপে;
মোমবাতিতে হাওয়ার দোলা, মোমের নিচে ছায়ার খেলা
বাতাস এসে কানে কানে, কি কথা কয় ঝড়ের রূপে।


আকাশ বাতাস চারিদিকে, কে কথা কয় মনের ভেতর
কে কথা কয় গানে গানে, সকাল সাঁঝে কানের ভেতর
পারি না বুঝতে চারিদিকে, সবাই মিলে কি কথা কয়
পাই না শুনতে চারিদিকে, গুনগুনানি কে কথা কয়।


শুনতে চাই না অন্য কথা, চারিদিকের এত ব্যথা
এত কথার গানে গানে, শুনব না আর গুনগুনানি
শুনব বলে তোমার মুখে, ভালোবাসার একটি কথা
কান পেতে যে বসে আছি, একটি একটি প্রহর গুনি।

স্মৃতিতে সেই জ্যোৎস্না-রাত


স্মৃতিতে সেই জ্যোৎস্না-রাত

আজ পূর্ণিমা, আজ ভরা জ্যোৎস্না
তোমার কথা বড্ড মনে পড়ছে
বড্ড মনে পড়ছে সেই এক, সেদিনের জ্যোৎস্না রাতের কথা
তুমি আর আমি মিলে কাটিয়েছিলেম কয়েকটি দিনের সুখের সময়
সাগরের বেলাভূমিতে একা একা, ছোট্ট এক বাঁশের কুঁড়ে ঘরে
বড্ড সুখের সময় ছিল সেদিনগুলি আমার জীবনে
তোমাকে পেয়ে, তোমাকে নিয়ে।

সারি সারি ঢেউগুলো আছড়ে পড়ছে আজো সমুদ্রের বেলাভূমিতে
আছড়ে পড়ছে সারি সারি স্মৃতিগুলোও আমার নিউরনের কোষের ভাঁজে ভাঁজে
সব সুখের স্মৃতিগুলো, তোমার আর আমার সুখের দিনগুলো
কাটিয়েছিলেম যে দিনগুলো তোমাকে নিয়ে
সাগরের বেলাভূমি পারে
নির্জন সৈকতের ধারে।

সারা দিন ধরে তুমি ছেলেমানুষের মত দৌড়ে দৌড়ে ঝিনুক কুঁড়াতে
জমিয়ে রাখতে একটি একটি করে আমাকে পাহারায় বসিয়ে
সাগর তীরে
নারিকেল গাছের চিরল পাতার ফাঁক গলে রাতের বেলা চুইয়ে পড়ত ভরা জ্যোৎস্না
আর আধো অন্ধকার, আধো জ্যোৎস্না আলোয় মালা গাঁথতে একটি একটি করে
আমার কোলে শুয়ে, খুনসুটি করতে করতে
আমি চেয়ে চেয়ে দেখতাম পৃথিবীর সবচেয়ে সুন্দরী এক পরীকে
চান্নি পসর সেইসব রাতে, জ্যোৎস্না গায়ে মেখে আরো মায়াবতী হয়ে উঠতে
আমার চোখে, মদিরও সে রাতগুলোতে তোমায় জড়িয়ে ধরতাম
বড্ড দুষ্ট ছিলে তুমি,
আদর করতে গেলে দৌড়ে পালাতে সাগর জলে
রাতের বেলায় কতবার ভিজিয়েছ আমায় লবণ জলে দৌড়ে নেমে;
সেটাই তোমার সবচেয়ে প্রিয় খেলা ছিল সেদিনগুলোর তরে।

ছোট্ট একটা কাঠের কুঁড়েঘর ভাড়া করেছিলেম রাত কাটাব বলে
সাগর পারে, বাঁধতে চেয়েছিলেম সুখের নীড় তোমায় সঙ্গে করে
সেখানে শুধুই আমাদের ব্যাগগুলো পড়ে থাকত সারাটি রাত ধরে একা একা
আর তুমি সারা রাত্রি ছুটে বেড়াতে জ্যোৎস্না মাখার ছলে
গা ভিজিয়ে সাগরের লবণ জলে
ছুটে আসতে একটু পর পর আমার গা ঘেঁসে বসে
আমার গা থেকে ওম নিয়ে কাপড় শুকানোর ছলে
সে দিনগুলোর কথা বড্ড মনে পড়ে।

আরেকটি যদি জীবন পেতাম তবে চিরকাল রয়ে যেতাম আমি
সাগর তীরের সেই কুঁড়েঘরে
তোমাকেই সাথী করে, চিরকালের তরে
ঘৃণা করি আমি শহুরে সভ্যতাকে সেদিন থেকে
যেদিন কেড়ে নিয়েছিল তোমাকে আমা হতে চিরকালের তরে।


625479_182830295184238_1423425876_n

তুমি আমার সব..


ঈশ্বর হতে চাইনি তোমাকে ভালবাসতে
চেয়েছি শুধু তোমাকে ভালবাসার জন্য ,
আমি ঈশ্বর হতে চাইনি কখনো
চেয়েছি শুধু তোমার অঙ্গনে কৃষ্ণচূড়া হতে ।
মেহেদী হয়ে রাঙাতে চেয়েছিলাম
তোমার দুটি হাত কাঙ্গনের ঝংকারে
সারাক্ষণ চঞ্চল রাঙা দুটি হাত ,
বিশ্বাস কর আমি ঈশ্বর হতে চাইনি কখনো
চেয়েছিলাম তোমার নীল দুটি চোখে অঞ্জন হতে ।
একটি কাঁটা হীন হলুদ গোলাপ অথবা -
অথবা একটি রক্তকরবী হতে চেয়েছিলাম ,
অনন্ত বাসনায় তোমার অপেক্ষায় থাকতে চেয়েছিলাম
তোমার ঐ মেঘ কালো চুলে কোন দিন যদি হয় ঠাই ।
 ভালবাসার ঈশ্বর হতে নয় চেয়েছি
শুধু তোমায় ভালবেসে যেতে নিরালায় ,
অলস দুপুর জুড়ে থাকতে চেয়েছিলাম
এক জোড়া নূপুর হয়ে তোমার চপল দুটি পায় ।

FAT32 কে NTFS ফাইল সিস্টেম

FAT32 কে NTFS ফাইল সিস্টেম এ কনভার্ট করুন কোন ডেটা হারানো ছাড়া !!!! (যারা নতুন কম্পিউটার এ কাজ করা শুরু করেছেন তাদের জন্য উপকারি)

FAT৩২ আর NTFS কি ?
FAT32 (File Allocation Table) আর NTFS (New Technology File System) হল ডিস্ক ফাইল সিস্টেম এর দুইটি ধরন ( Type ) । FAT32 সর্বপ্রথম DOS এবং Windows 98 এ ব্যাবহার করা হয় কিন্তু Windows XP ছাড়ার সময় আমরা NTFS ফাইল সিস্টেম এর সাথে পরিচিত হই । বর্তমানে NTFS ফাইল সিস্টেম সবচেয়ে বেশি ব্যাবহার করা হয় ।
NTFS vs. FAT32
NTFS ফাইল সিস্টেম যে সেক্টর তৈরি করে তার Counting হল ৪ , ধরুন আপনার ফাইল সাইজ হল ১৮ তাহলে NTFS ৫ টা সেক্টর (৪,৪,৪,৪,২) তৈরি করবে । এরমানে হল এখানে ২ টি সেক্টর হারিয়ে যাবে । কিন্তু FAT32 এর ক্ষেত্রে এটি যে সেক্টর গুলো তৈরি করে তার Counting হল ১৬ তাই ১৮ সাইজ এর ফাইলটির জন্য FAT32 ২ টি সেক্টর ( ১৬,২ ) তৈরি করবে যার মানে ১৪ টি সেক্টর হারিয়ে যাবে । কিন্তু নিচের পদ্ধতিতে আপনি Convert করতে পারবেন ডেটা হারানো ছাড়া ।
FAT32 কে NTFS ফাইল সিস্টেম এ কনভার্ট করার পদ্ধতি :
১। Start এ গিয়ে Search বার এ cmd লিখে সার্চ দিন আর cmd তে রাইট ক্লিক করে Run as adminidtratore ক্লিক করে কমান্ড ওপেন করুন ।

২। কমান্ড উইন্ডো তে " chkdsk G:/f " ( Quotesion ছাড়া ) । এখানে G এর জায়গায় যে ড্রাইভ টি কনভার্ট করবেন তা দিবেন । এই কমান্ড টি আপনার ড্রাইভ চেক করবে ।
৩।চেক হয়ে গেলে " Convert G: /FS:NTFS " ( Quotesion ছাড়া ) লিখে এন্টার চাপুন আর কনভার্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করুন ।

NTFS এ রূপান্তরিত

 

মাত্র ৩৮৭ বাইট ফাইল এর মাধ্যমে আপনার সকল ড্রাইভ কে NTFS এ রূপান্তরিত করুন !!!!!!


আমাদের কম্পিউটার এ অনেকের FAT/FAT32 তে ড্রাইভ সেটআপ দেয়া থাকে ।এমন কি পেনড্রাইভ ও FAT32 সিস্টেম দেওয়া থাকে । তাই আমাদের অনেক সময় ড্রাইভ গুলো NTFS এ রূপান্তরিত করার প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমরা পুরো কম্পিউটার কে সেটআপ দেই । কিন্তু আর এত কষ্টো করা লাগবে না । মাত্র ৩৮৭ বাইট এর ১ টি ফাইল দিয়ে আপনি আপনার কম্পিউটার এর সকল ড্রাইভ কে NTFS এ রূপান্তরিত করতে পারবেন।
নিয়ম ঃ
প্রথমে ১ টি notepad এ নিচের লিখা গুলো copy paste করুন।

=====================================================
==========convert c: /FS:NTFS
==========convert d: /FS:NTFS
==========convert e: /FS:NTFS
==========convert f: /FS:NTFS
==========convert g: /FS:NTFS
==========convert i: /FS:NTFS
msg %username% "NTFS CONVERTER -
=============================================
বিশেষ দ্রষ্টব্য ঃ কারো কম্পিউটার এ ড্রাইভ বেশি থাকলে ১ টি লাইন বারিয়ে নিতে পারেন।যেমন ঃ ==========convert h: /FS:NTFSশুধু ড্রাইভ letter পরিবর্তন করে নিবেন ।আমি যেমন ড্রাইভ letter h দিলাম
এর পর এটিকে ntfs.bat নামে সেভ করুন।
এরপর সেভ করা ফাইল টিকে ডাবল ক্লিক করুন । এরপর দেখুন এর মজা ।