[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

রবিবার, ৫ আগস্ট, ২০১২

কে কথা কয়


কে কথা কয়


কে কথা কয় মনের ভেতর
সকাল দুপুর সাঁঝের বেলা
কি কথা কয় কানের ভেতর
অষ্টপ্রহর প্রতি বেলা।


ইলসে গুড়ি বৃষ্টি নামে, ইলিশ খেলে নদীর মাঝে
কান্না হয়ে মেঘ জমে রয়, নীল আকাশে মেঘের সাজে
কি কথা কয় বৃষ্টি এসে, ফিসফিসিয়ে আমার কানে
নূপুর পায়ে রিমঝিমিয়ে, টিনের চালে গানে গানে।


আঁধার রাতের কালোর মাঝে, চাঁদের রূপে আসে সে যে
ফিসফিসিয়ে আমার কানে, কি কথা কয় জ্যোৎস্না রূপে;
মোমবাতিতে হাওয়ার দোলা, মোমের নিচে ছায়ার খেলা
বাতাস এসে কানে কানে, কি কথা কয় ঝড়ের রূপে।


আকাশ বাতাস চারিদিকে, কে কথা কয় মনের ভেতর
কে কথা কয় গানে গানে, সকাল সাঁঝে কানের ভেতর
পারি না বুঝতে চারিদিকে, সবাই মিলে কি কথা কয়
পাই না শুনতে চারিদিকে, গুনগুনানি কে কথা কয়।


শুনতে চাই না অন্য কথা, চারিদিকের এত ব্যথা
এত কথার গানে গানে, শুনব না আর গুনগুনানি
শুনব বলে তোমার মুখে, ভালোবাসার একটি কথা
কান পেতে যে বসে আছি, একটি একটি প্রহর গুনি।

কোন মন্তব্য নেই: