[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

সোমবার, ২২ অক্টোবর, ২০১২

দূর থেকে



দূর থেকে তোমায় দেখি
ডাকিনা,যদি একেবারে হারিয়ে যাও,
দূর থেকে তোমায় ভাবি
প্রকাশ করিনা,যদি ভুল বুঝ,
দূর থেকে তোমায় অনুভব করি
... ... ... স্পর্শ করিনা,যদি মিলিয়ে যাও,
তোমার নিরবতা আমাকে ভাবায়
তোমার সরবতা আমাকে জাগায়,
এসব কিছুই তোমায় স্পর্শ করেনা
হয়তো বা, বুঝেও বুঝনা...♥

আমি জেগে রই



 
মাগো আমার বয়স হইছে
বউটা আমার কই ??

বৃষ্টির দিনে ঘুম আসেনা
একলা জেগে রই ..
...

সঙ্গি ছাড়া ভাল লাগে না
গভির রাতে একলা একা
আমি জেগে রই

বয়স হয়ে যায় লাগামছাড়া
আবেগ কোন বাধ মানে না
উপায় বল কই

মাগো তুমি কেন জিগাও
"তোর ইনকাম কই ? "
সিস্টেমের প্যাচে পইড়া মরি
আমি যামু কই !!!!!

আর আমি......


 
কাছে থেকেও অনেক দূরে
জীবন যেন এক মহা-প্রতারক
তোমায় ছাড়া বাঁচতে পারি
এই দোয়া -
যেন বদ দোয়ার মতো....
 

 কিছুক্ষন আগেই
খুব কাছ থেকে চলে গেল
অশ্রু জলে লেখা নাম -
অশ্রু ঝরাই যেন একটি ত্রুটি

 ধরিত্রীকে মনে হয়
একটি আকাশ
পুরো পৃথিবীই যেন
অভিমানের চাদরে ঢাকা
আসলে
ভালবাসাই হলো বড় পাপ ।

 আর আমি......

ভালোবাসা ...


""ভালোবাসা হচ্ছে.......যখন কলেজ
থেকে দেরিতে আসি আর বাবা বলে"বাবা,
দেরি হবে যখন একবার কল করে দিলেই পারতি"
 ভালোবাসা হচ্ছে.......যখন ভাবী বলে"কিরে প্রেম...

ট্রেম করিস নাকি??
ভালোবাসা হচ্ছে.......যখন বোন বলে"আমার বিয়ের
পর আমার সাথে ঝগড়া কে করবে"যখন মন
ভালো থাকেনা ভাই এসে বলে"চল কোথাও
ঘুরে আসি"
ভালোবাসা হচ্ছে......যখন প্রিয় বন্ধু কল করে আর
বলে"শালা, তোরে ছাড়া কিছু
ভালো লাগেনা ভালবাসা হচ্ছে...... যখন শত বিপদের
মধ্যেও প্রিয়তম/ প্রিয়তমা যখন
বলে"দেখো আমি তোমার
পাশে আছি..একসাথে পারি দিব হাজার বিপদ"...
সুতরাং ভালবাসা শব্দটিকে শুধুমাত্র
একটি মেয়ে এবং একটি ছেলের সম্পর্কের
মধ্যে আবদ্ধ না ।ভালবাসার পরিধি বিশাল...........""


...........................................................................................উৎস্বর্গ, আমার বোন
শুকতাঁরা..

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১২

কথপকথন


কথপকথন

নিজের সাথে কথপকথন !
 এ জ্বালা আর সয়না
 পাশের জনের কথামালা
 এখন কানে শুনেনা !
 কানের যে কি ব্যারাম হইলো
 কার সন্ধ্যানে কই হারাইলো
 ও তার দেখা মিলে না ।

 এত কথা মন বলে
 কার সাথে আবার ঝগড়া করে
 ও জগা'র পছন্দ হয়না !
 মনরে তুই ফিরে আয়
 ভূবন কি বলে যায়
 বলা কথা শুনতে হয় খেরু জানেনা!
 এবার আর থাকিসনারে
 নিজ মাঝারে এমনি ডুবে
 ও তুই তোর কানের খুলে দেনা-----।

 কত কথা হয়রে ঠাট্টা
 নিয়া মানিক তোরে
 ওরে কালা জ্বরে ভোগে
 জগা'য় কান্দিয়া মরে !
 ওরে মানিক সোনা চাদো
 তুমি চাদের গায়ের আলো !
 রুপ দেখাইয়া ভরে দাওগো
 বেকুবিদের বন্দনা----।

 কান কানা তুমি নাকি
 জগা এবার বলে
 কোন গভীরে ডুব দিয়াছো
 কি পাইবার ছলে !
 আলমে কয় ষোলকলা
 ভোগ করিছ বহু বেলা
 অবেলাতে আর বসতি
 তোমার দরকার পড়েনা----।

বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১২

আলগা পিরিত


আলগা পিরিত



১.
তোমায় ভালো লাগছে ঠিকই
কিন্তু প্রেমের কাঙাল নই
তোমার জন্য জীবন দেবো
আমি বোকা বাঙাল নই।

২.
মেয়ের লম্বা চুলে
মন চায় মরি ঝুলে

৩.
মাইনকা চীপার বাঁটে
কতো যে প্রেম আঁটে
ছ্যাকা খেয়ে একলা একা
দেবদাসের দিন কাটে
তবুতো ভাই পার্বতীরা
পুরান পথেই হাঁটে!

৪.
আপন ভাবলে যদি-
কেনো হলে বৌদি?