[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১২

কথপকথন


কথপকথন

নিজের সাথে কথপকথন !
 এ জ্বালা আর সয়না
 পাশের জনের কথামালা
 এখন কানে শুনেনা !
 কানের যে কি ব্যারাম হইলো
 কার সন্ধ্যানে কই হারাইলো
 ও তার দেখা মিলে না ।

 এত কথা মন বলে
 কার সাথে আবার ঝগড়া করে
 ও জগা'র পছন্দ হয়না !
 মনরে তুই ফিরে আয়
 ভূবন কি বলে যায়
 বলা কথা শুনতে হয় খেরু জানেনা!
 এবার আর থাকিসনারে
 নিজ মাঝারে এমনি ডুবে
 ও তুই তোর কানের খুলে দেনা-----।

 কত কথা হয়রে ঠাট্টা
 নিয়া মানিক তোরে
 ওরে কালা জ্বরে ভোগে
 জগা'য় কান্দিয়া মরে !
 ওরে মানিক সোনা চাদো
 তুমি চাদের গায়ের আলো !
 রুপ দেখাইয়া ভরে দাওগো
 বেকুবিদের বন্দনা----।

 কান কানা তুমি নাকি
 জগা এবার বলে
 কোন গভীরে ডুব দিয়াছো
 কি পাইবার ছলে !
 আলমে কয় ষোলকলা
 ভোগ করিছ বহু বেলা
 অবেলাতে আর বসতি
 তোমার দরকার পড়েনা----।

কোন মন্তব্য নেই: