একাকী কথা বলেছি
নির্জন সন্ধ্যায় , দুপুর কিংবা রাত
আর কার্ডিগান জড়ানো
রোমান্সের শীতকালের কথা ভেবে
অরণ্যচারী হয়েছে মন ।
দেবী আফ্রোদিতি তোমায়
ভালবাসার কথা শোনান নি
তাই হয়েছো তুমি পাথর মানব ।
দূর পাহাড়ের শিস শুনতে পাওনা
চোখে পড়ে না তোমার
তপ্ত দুপুরের কাঁপা কাঁপা অস্থির রোদ ।
একখন্ড অবুঝ মেঘ
অথবা বৃষ্টির কাঁপনের মতন
আমার শিশিরের মাত্রাবৃত্যের মন
তোমার চোখেই পড়ে না ।
তুমি একাকী থাক লক্ষীসোনা
রেললাইনের মত একাকী জীবনই
তোমাকে মানাবে ভাল ।
কোন কালে দহনের কালে মনে কর
অথবা অগ্নির কালে
পাশে পাবে দেখো।
এখন থাকুক তোমার একাকী মন,
রূপনগরে বিলাসী হয়ে পবনের সাথে
মাতাল হয়ে উম্মাদ হোক ।
চলে যাক অরন্য সময় ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন