[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বুধবার, ৬ নভেম্বর, ২০১৩

মেনে নিতে পারি যখন



মাঝে মাঝে না একদম অবুঝ হয়ে যাই,
এ মনটা না , কিছুতেই বুঝতে চাই না।
আসলেই বেশি কিছুর আশা করা ঠিক না,
যখন আশা ভেঙ্গে যাই তখন সব কিছু হতাশা হয়ে যাই।
যেমনটা বেশি বেশি কোনকিছুই ঠিক না,
তেমনটা অতিরিক্তও বেশি ভালো কখনোই ভালো হয় না।
অল্পকিছুতেই সব সময় সন্তুষ্টও হওয়াই ভালো,
সব কিছু হারিয়ে একাকিত্ত জীবন নিয়েই ভালোই ছিলাম,
কেন যে তুমি আমার জীবনে এলে,
আর একটু একটু ভালোবাসা দিয়ে,
গভীর ভালোবাসার সাগরে ডুবালে।
আর নতুন করে জীবনটাকে এলোমেলো করে দিয়ে চলে গেলে।
আজ ভালোবাসার মহাসাগরে হাবুডুবু খাচ্ছি আমি,
আর দুরের তীরে দাড়িয়ে মহাখুশি তুমি
যেমনটা ভালোবাসা চাই সবাই,
তেমনটা ভালোবেসে বুকে টেনে নেইও সবাই,
আবার ভালোবেসে অবশেষে দূরে ঠেলে দেইও সবাই,
কিন্তু ভালোবেসে বুকে টেনে নীয়ে জীবনটাকে সুন্দর করে কজনে সাঁজাই?
আজ সবকিছু হারিয়ে এতকিছুর পরে সাথীহারা √ জীবন হয়েছে সঙ্গী এখন।
বুঝেছি যখন পারি বুঝাইতে মন,
কারনে অকারনে খারাপ হয়না এখন ।
মেনে নিতে পারি যখন,
তাই তো এ মন, কোন কষ্টকে কষ্ট মনে করে না এখন,
এখন আর কিছু পাবারও আশা নেই,
পেয়ে হারাবারও মনে ভয় নেই।
এখন কিছু পাবার আগে ভাবে মন,
সবকিছু হারিয়েই হয়েছি যখন সাথীহারা √ জীবন,
এ জীবনে কেউ আর হতে পারে না কখনো আপন?

কোন মন্তব্য নেই: