[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০১৪

শরৎ ভাদরে নির্মল মৌণতায় জ্যোৎস্না মাখে রাত




শরৎ ভাদরে নির্মল মৌণতায় জ্যোৎস্না মাখে রাত


শ্রাবণ সারনি উল্টাতেই,
কখন যে ছেয়ে গেল, মেঘের অমল ধবল রুপের ছোটায় আকাশ
শ্রাবণ জলের সিক্ততা প্রতিয়মান, বানের জলে শেওলা বিবর
জলডুবা পানকৌড়ির শ্রাবণ মুগ্ধতা মাখা গা।


বিলের ধার ঘেঁসে সবুজ ডগায় কাঁশবন ঝাড়,
পথহারা পাতিহাসের, বন্য হবার নিবিড় স্বাধিনতায়
দল বেঁধে আশ্রয়ে ফিরে, সাঁঝের লালিমায় চিক চিকে ঢেউয়ে
উদাস মেঘের সাজ যেন আকাশের গায়।


থৈ থৈ জলের মৌনতায় সাঁঝ নামে,
মলিন সাঁঝ হাওয়া, ঐ দূরে জেলের নৌকা ছেঁড়া পাল টানে
নাওর ছইয়ের নাও উৎকণ্ঠায় মাঝি, আঁধার ঘোনালে চেয়ে রয় পথে
শরৎ ভাদরে নির্মল মৌণতায় জ্যোৎস্না মাখে রাত।


কোন মন্তব্য নেই: