স্বপ্ন বিলাস এক অভিসারী কবিতা
রাত ফুরালেই কবিতা ফুরায়
রাত আসে তো কবিতার আসে,
জোনাক ঝাঁকের মত
আঁধার রাতে ঝোঁপ ঝাড়ে;
দেয় উঁকি মুখটি তার আকাশ জোড়া মেঘ।
রাত আসে তো কবিতার আসে,
জোনাক ঝাঁকের মত
আঁধার রাতে ঝোঁপ ঝাড়ে;
দেয় উঁকি মুখটি তার আকাশ জোড়া মেঘ।
ওরা বড্ড সেকেলে,
আবেগ নিয়ে সাথে,মিলায় তার অভিমানে
আবার এলোমেলো ভাবনার তালে;
তালে সাথে সমান বোলে
নিত্য সাথে থাকে।
আবেগ নিয়ে সাথে,মিলায় তার অভিমানে
আবার এলোমেলো ভাবনার তালে;
তালে সাথে সমান বোলে
নিত্য সাথে থাকে।
নেতিয়ে পরা কাশফুল,
শরত বৃষ্টিতে ভিজে,সাদা মেঘের উচাটন
রাতের কবিতারা পিছু ধরে তার
উড়ন্ত চিলের পালক;
স্বপ্ন বিলাস এক অভিসারী কবিতা।
শরত বৃষ্টিতে ভিজে,সাদা মেঘের উচাটন
রাতের কবিতারা পিছু ধরে তার
উড়ন্ত চিলের পালক;
স্বপ্ন বিলাস এক অভিসারী কবিতা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন