তোমায় চাওয়ার গল্প
******************************
কীভাবে বলো,
এড়িয়ে যাই আর,
কেন এভাবে তোমায় চায় মন।
হয়তো সময়,
আসবে না বারেবার
যেভাবেই হোক বেঁধে ফেলি এখন।
বুকের কাছে কান পেতেছি রোজ,
শুনতে চেয়ে, শুনেছি বেশি আরও।
যতটুকু ভেবেছিলাম আমি চাই,
পেরিয়েছে মন সীমানা তারও।
অভিমানি এই বিকেল ফুরোলে,
হতে পারে একটা-দুটো ভুল।
হাওয়া ঘেঁষে।, ছুঁয়ে যেতে পারে,
তোমার আমার তৃষ্ণার্ত আঙুল।
যতদূর খুঁজি,
দুচোখ বুজে,
তুমি ছবি আঁকো ভাবনারও।
বুকের কাছে কান পেতেছি রোজ,
শুনতে চেয়ে, শুনেছি বেশি আরও।
যতটুকু ভেবেছিলাম আমি চাই,
পেরিয়েছে মন সীমানা তারও।
কীভাবে বলো,
এড়িয়ে যাই আর,
কেন এভাবে তোমায় চায় মন।
হয়তো সময়,
আসবে না বারেবার
যেভাবেই হোক বেঁধে ফেলি এখন।
বুকের কাছে কান পেতেছি রোজ,
শুনতে চেয়ে, শুনেছি বেশি আরও।
যতটুকু ভেবেছিলাম আমি চাই,
পেরিয়েছে মন সীমানা তারও।
******************************
কীভাবে বলো,
এড়িয়ে যাই আর,
কেন এভাবে তোমায় চায় মন।
হয়তো সময়,
আসবে না বারেবার
যেভাবেই হোক বেঁধে ফেলি এখন।
বুকের কাছে কান পেতেছি রোজ,
শুনতে চেয়ে, শুনেছি বেশি আরও।
যতটুকু ভেবেছিলাম আমি চাই,
পেরিয়েছে মন সীমানা তারও।
অভিমানি এই বিকেল ফুরোলে,
হতে পারে একটা-দুটো ভুল।
হাওয়া ঘেঁষে।, ছুঁয়ে যেতে পারে,
তোমার আমার তৃষ্ণার্ত আঙুল।
যতদূর খুঁজি,
দুচোখ বুজে,
তুমি ছবি আঁকো ভাবনারও।
বুকের কাছে কান পেতেছি রোজ,
শুনতে চেয়ে, শুনেছি বেশি আরও।
যতটুকু ভেবেছিলাম আমি চাই,
পেরিয়েছে মন সীমানা তারও।
কীভাবে বলো,
এড়িয়ে যাই আর,
কেন এভাবে তোমায় চায় মন।
হয়তো সময়,
আসবে না বারেবার
যেভাবেই হোক বেঁধে ফেলি এখন।
বুকের কাছে কান পেতেছি রোজ,
শুনতে চেয়ে, শুনেছি বেশি আরও।
যতটুকু ভেবেছিলাম আমি চাই,
পেরিয়েছে মন সীমানা তারও।
][ সমাপ্ত ][
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন