হঠাৎ
**************************************
ভেজা ভেজা অনুরনে,
এক পেয়ালা সমুদ্র,
হঠাৎ চেয়ে দেখি তুমি।
প্রথম দেখায় প্রেম,
চোখে চোখে চুম্বন,
ঘড়ির কাটা ফেলে ফিরে যাও।
নীল রঙে হাটছো তুমি,
জোয়ারে ডাকছি যে আমি,
লোনা জলের মায়ায় ডুবতে ডুবতে প্রেম।
স্রোতের ভাষায় প্রেম,
শেখাবো তোমায়,
লোনা জলের মায়ায়
ডুবতে ডুবতে প্রেম।
সাগরে হারিয়ে যাই,
তোমার আলতো ছোঁয়ায়,
আবারো যদি দেখা হয়ে যায়,
ফিরে কি আসবে সেই মায়ায়।
হাজারও তাঁরার ভিড়েতে,
চেনা মোহনায় জলকণা,
তোমারই ছোঁয়ায় মিলিয়ে যায়,
ধোঁয়া ধোঁয়া বেদনা।
সাগরে হারিয়ে যাই,
তোমার আলতো ছোঁয়ায়,
আবারো যদি দেখা হয়ে যায়,
ফিরে কি আসবে সেই মায়ায়।
জলে প্রভাতের স্নিগ্ধতা,
সমুদ্রে ফিরে এলো,
এই স্রোতধারা আমার,
আমার নয়।
শেষ দেখাতে এখন প্রেম,
অলিখিত আক্ষেপ,
বিধাতার দেয়ালে দূরে,
দূরে থাকা।
জীবনের মোর ঘুরে আমি,
ছিটকে পরা দূরে তুমি,
আপন কক্ষপথে ঘুরছি যেন আমি।
জীবনের মোর ঘুরে,
ছিটকে পরা তুমি,
আপন কক্ষপথে ঘুরছি তুমি-আমি।
সাগরে হারিয়ে যাই,
তোমার আলতো ছোঁয়ায়,
আবারো যদি দেখা হয়ে যায়,
ফিরে কি আসবে সেই মায়ায়।
][ সমাপ্ত ][
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন