কে তুমি
অক্টোবর ১২, ২০১১
১।
কে তুমি বিলাসী নিখাদ?
কিসের আশায় মেঘলাকাশে,
খুঁজে ফির ওই চাঁদ।
আধারে কিসের ভয়?
আলোতে অহমিকা বিম্ব ফেলে,
কোথা খুঁজো আশ্রয়?
ফুল না কবিতা তুমি?
কোনটি তোমার শেকড় কানন,
কোথায় স্বপ্নভূমি?
২।
কে তুমি আড়ালে বসে?
নেড়ে নেড়ে এ মনের দুয়ার,
আমায় রেখেছ বশে।
কি সুখ তোমার মনে?
আমায় অমন উদাস করে,
আধাঁরী এ নির্জনে।
ভীতু না সাহসী তুমি?
জাগরণে নয় স্বপ্নে কেন,
নিত্যই যাও চুমি?
৩।
কে তুমি সাহসী নীরব?
নীরবাচলে নিত্য কেন,
ঢেকে দাও কলরব?
কিসের হেয়ালী নেশায়,
আমায় নিয়ে মেতেছ অমন,
আলো-আধাঁরী হেলায়?
প্রেম না বিরহ তুমি?
ফুল না কাঁটা কোনটি হাতে,
কোনটি নেব আমি?
৪।
কে তুমি গোধুলী প্রভা?
কিসের ভ্রমে মেখেছ গায়ে,
উদয় কিরণ আভা?
কেনই আড়াল থেকে?
আমায় ডাকো শব্দ-সুরে,
চিত্র একেঁ একেঁ।
সুখ না তুমি দুখ?
বিবর্তনের কোন আয়নায়,
দেখব তোমার মুখ।
৫।
কে তুমি মন্ত্র মায়া?
অস্তাচলের ক্ষীনালোকে,
কোথায় তোমার ছায়া?
কোথায় তোমার বাস?
কোথায় তোমার শেকড় বাধা,
কোথায় সর্বনাশ?
ধ্বংস নাকি সৃজন?
গোলক ধাঁধার কোন ফ্রেম এ,
চলছে তোমার জীবন?
৬।
কে তুমি আলো-ছায়া?
সাঝের আলোক বসনে তোমার,
ছড়িয়েছে কোন মায়া?
কিসের মায়াবী জালে?
নিত্য আমায় বাধনে বাধো,
নিপুণ ছকের চালে।
লাভ নাকি লোকসান?
কোনটা পাব বেলা শেষে,
থামবে যখন গান?
অক্টোবর ১২, ২০১১
১।
কে তুমি বিলাসী নিখাদ?
কিসের আশায় মেঘলাকাশে,
খুঁজে ফির ওই চাঁদ।
আধারে কিসের ভয়?
আলোতে অহমিকা বিম্ব ফেলে,
কোথা খুঁজো আশ্রয়?
ফুল না কবিতা তুমি?
কোনটি তোমার শেকড় কানন,
কোথায় স্বপ্নভূমি?
২।
কে তুমি আড়ালে বসে?
নেড়ে নেড়ে এ মনের দুয়ার,
আমায় রেখেছ বশে।
কি সুখ তোমার মনে?
আমায় অমন উদাস করে,
আধাঁরী এ নির্জনে।
ভীতু না সাহসী তুমি?
জাগরণে নয় স্বপ্নে কেন,
নিত্যই যাও চুমি?
৩।
কে তুমি সাহসী নীরব?
নীরবাচলে নিত্য কেন,
ঢেকে দাও কলরব?
কিসের হেয়ালী নেশায়,
আমায় নিয়ে মেতেছ অমন,
আলো-আধাঁরী হেলায়?
প্রেম না বিরহ তুমি?
ফুল না কাঁটা কোনটি হাতে,
কোনটি নেব আমি?
৪।
কে তুমি গোধুলী প্রভা?
কিসের ভ্রমে মেখেছ গায়ে,
উদয় কিরণ আভা?
কেনই আড়াল থেকে?
আমায় ডাকো শব্দ-সুরে,
চিত্র একেঁ একেঁ।
সুখ না তুমি দুখ?
বিবর্তনের কোন আয়নায়,
দেখব তোমার মুখ।
৫।
কে তুমি মন্ত্র মায়া?
অস্তাচলের ক্ষীনালোকে,
কোথায় তোমার ছায়া?
কোথায় তোমার বাস?
কোথায় তোমার শেকড় বাধা,
কোথায় সর্বনাশ?
ধ্বংস নাকি সৃজন?
গোলক ধাঁধার কোন ফ্রেম এ,
চলছে তোমার জীবন?
৬।
কে তুমি আলো-ছায়া?
সাঝের আলোক বসনে তোমার,
ছড়িয়েছে কোন মায়া?
কিসের মায়াবী জালে?
নিত্য আমায় বাধনে বাধো,
নিপুণ ছকের চালে।
লাভ নাকি লোকসান?
কোনটা পাব বেলা শেষে,
থামবে যখন গান?