[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

সোমবার, ২৮ মে, ২০১২

সে কথা- না বলা থাক.....




সে কথা- না বলা থাক

দেখছি
কুমিরছানা গুলোকে ধূর্ত শিয়াল
একে একে উদরে নিচ্ছে;
আর একটাকে জিইয়ে রেখে
সেটাকেই বারবার দেখাচ্ছে বোকা কুমিরকে।

বাহ! কি সুন্দর!

দেখছি
কাকেরা দিব্যি চোখ বুঁজে
তাদের ধন সম্পদ লুকিয়ে রাখছে;
অথবা এদিক সেদিক পারাপার করছে
আর ভাবছে কেউ তা দেখছেনা।

বাহ! কি চমৎকার!

দেখছি
সব ডানা ভাঙ্গা পাখিরা এখন
বসে বসে কোকিলের ডিমে তা দিচ্ছে;
আর কোকিলেরা দিব্যি উড়াউড়ি করছে
মুক্ত গনতন্ত্রের মুক্ত আকাশে।

বাহ! কি আনন্দ!

দেখছি আদম সন্তানদের কুমিরছানার মত অবস্থা;
দেখছি বোকা কাকের সর্বত্র আধিপত্য বিচরণ;
দেখছি ডানা ভাঙা পাখিদের অসহায়ত্ব;
ভাবছি কবে হবে আমাদের …………………
না থাক; সে কথা না-বলা থাক।


এমনকি রাতে ঘুমানোর সময়েও...!



এমনকি রাতে ঘুমানোর সময়েও...!

 মে ২৩, ২০১২ 


সকাল বেলা ঘুম থেকে উঠে যখন অফিসে যাওয়ার প্রস্তুতি নিতে থাকি, ঠিক তখনই চলে যাবে বিদ্যুৎ!
প্রচণ্ড গরমে বাসে উঠে গাদাগাদি ঠাসাঠাসি ভিড়ে জ্যামে বসে যখন ভাবতে থাকি অফিসে পৌঁছে বিদ্যুৎ পাবতো? হয়তোবা পাই, কিন্তু গায়ের ঘাম শুকাতে না শুকাতেই সেটা চলে যায়! এভাবে সারদিন আসা – যাওয়া আর যাওয়া – আসা খেলা চলতে থাকে।
এরপর একইভাবে অফিস থেকে বাসায় ফেরার সময় ঘর্মাক্ত শরীর নিয়ে যখন ভাবতে থাকি বাসায় গিয়ে পাবতো? কিন্তু সে আশায় গুড়ে বালি। ঘাম শুকানো দূরে থাকুক, তা আরও বাড়তে থাকে…!
তারপর চিন্তিত হয়ে রাতের খাবার খেতে বসি। বিদ্যুতের আলোয় খেতে পারবতো?
আর সবশেষে যখন সারাদিনের ক্লান্ত শরীরকে একটু আরাম দেওয়ার জন্য বিছানায় গা এলিয়ে দেই, ঠিক তখনি আবার চলে যাবে বিদ্যুৎ…!
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বলেছিলেন গাছ লাগিয়েছি, ফল পাবেন। সাড়ে তিন বছর অতিবাহিত হওয়ার পর আমার প্রশ্ন সেই গাছ কই আর সেই গাছের ফল কই? নাকি ডেস্টিনির গাছ বাগান প্রতারণার মত প্রধানমন্ত্রীর গাছ আর ফলের কথা গুলোও আমাদের সাথে প্রতারণা…?

অবশেষে গতকাল কিনেই ফেললাম একটা। এখন একমাত্র ভরসা আই পি এস। সেটা থাকাতেই রক্ষা।


বৃষ্টির প্রার্থনায়...




বৃষ্টির প্রার্থনায়




বৃষ্টি বৃষ্টি বৃষ্টি…
তৃষিত নয়নে চেয়ে ছিলাম
গগন পানে,
এই বুঝি ঝড়বে অঝোর বারি ধারা।

চাতক পাখির মত উন্মুখ হয়ে আছি,
তবুও তোমার দেখা পাই না!

বৃষ্টিস্নাত হবে এই উষ্ণ ধরণী
বৃক্ষরাজি উঠবে হেসে।
ভেজা ভেজা আমেজ নিয়ে হাঁটব
হেঁটে যাব আমি ভেজা ঘাস মাড়িয়ে।

এসো এসো এসো তুমি
বৃষ্টি বৃষ্টি বৃষ্টি…!


Photo Mixt

































































tumay na bola kothaa...