সে কথা- না বলা থাক
দেখছি
কুমিরছানা গুলোকে ধূর্ত শিয়াল
একে একে উদরে নিচ্ছে;
আর একটাকে জিইয়ে রেখে
সেটাকেই বারবার দেখাচ্ছে বোকা কুমিরকে।
বাহ! কি সুন্দর!
দেখছি
কাকেরা দিব্যি চোখ বুঁজে
তাদের ধন সম্পদ লুকিয়ে রাখছে;
অথবা এদিক সেদিক পারাপার করছে
আর ভাবছে কেউ তা দেখছেনা।
বাহ! কি চমৎকার!
দেখছি
সব ডানা ভাঙ্গা পাখিরা এখন
বসে বসে কোকিলের ডিমে তা দিচ্ছে;
আর কোকিলেরা দিব্যি উড়াউড়ি করছে
মুক্ত গনতন্ত্রের মুক্ত আকাশে।
বাহ! কি আনন্দ!
দেখছি আদম সন্তানদের কুমিরছানার মত অবস্থা;
দেখছি বোকা কাকের সর্বত্র আধিপত্য বিচরণ;
দেখছি ডানা ভাঙা পাখিদের অসহায়ত্ব;
ভাবছি কবে হবে আমাদের …………………
না থাক; সে কথা না-বলা থাক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন