এমনকি রাতে ঘুমানোর সময়েও...!
মে ২৩, ২০১২
সকাল বেলা ঘুম থেকে উঠে যখন অফিসে যাওয়ার প্রস্তুতি নিতে থাকি, ঠিক তখনই চলে যাবে বিদ্যুৎ!
প্রচণ্ড গরমে বাসে উঠে গাদাগাদি ঠাসাঠাসি ভিড়ে জ্যামে বসে যখন ভাবতে থাকি অফিসে পৌঁছে বিদ্যুৎ পাবতো? হয়তোবা পাই, কিন্তু গায়ের ঘাম শুকাতে না শুকাতেই সেটা চলে যায়! এভাবে সারদিন আসা – যাওয়া আর যাওয়া – আসা খেলা চলতে থাকে।
এরপর একইভাবে অফিস থেকে বাসায় ফেরার সময় ঘর্মাক্ত শরীর নিয়ে যখন ভাবতে থাকি বাসায় গিয়ে পাবতো? কিন্তু সে আশায় গুড়ে বালি। ঘাম শুকানো দূরে থাকুক, তা আরও বাড়তে থাকে…!
তারপর চিন্তিত হয়ে রাতের খাবার খেতে বসি। বিদ্যুতের আলোয় খেতে পারবতো?
আর সবশেষে যখন সারাদিনের ক্লান্ত শরীরকে একটু আরাম দেওয়ার জন্য বিছানায় গা এলিয়ে দেই, ঠিক তখনি আবার চলে যাবে বিদ্যুৎ…!
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বলেছিলেন গাছ লাগিয়েছি, ফল পাবেন। সাড়ে তিন বছর অতিবাহিত হওয়ার পর আমার প্রশ্ন সেই গাছ কই আর সেই গাছের ফল কই? নাকি ডেস্টিনির গাছ বাগান প্রতারণার মত প্রধানমন্ত্রীর গাছ আর ফলের কথা গুলোও আমাদের সাথে প্রতারণা…?
অবশেষে গতকাল কিনেই ফেললাম একটা। এখন একমাত্র ভরসা আই পি এস। সেটা থাকাতেই রক্ষা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন