[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

সোমবার, ৬ আগস্ট, ২০১২

বৃষ্টি ঝরা মগ্নতায়




বৃষ্টি ঝরা মগ্নতায়

বৃষ্টি ঝরা মগ্নতায়
বৃষ্টি ঝরা মগ্নতায়,

একদিন ফিরে আসবেই শ্রাবণ;
গ্রীষ্মের তাপদাহে পুষ্পিত অঙ্গ!

‍চৌচির হউক মাটির বুক
বিদীর্ণ বুক চিরে,


তীযর্ক ‍ফেনিল চাপা কষ্ট
সোঁদামাটির গন্ধমাখা শোনিত বাসনা
বাতাসে আসবে ভেসে জুড়াবে শরীর।


নষ্ট বুকের কষ্টের খরা
ভিজে একাকার বৃষ্টি ফোটায়,

কুড়িয়ে বিন্দু বিন্দু
স্বচ্ছ ঝরনা জল, সেই জলে
নিত্য স্নান বিরহী ডাহুকীর।

ভরদুপুরে গরম রোদে, বৃষ্টি এল ঝেঁপে

 

 

ভরদুপুরে গরম রোদে, বৃষ্টি এল ঝেঁপে



ভরদুপুরে গরম রোদে, বৃষ্টি এল ঝেঁপে

ভরদুপুরে গরম রোদে, বৃষ্টি এল ঝেঁপে
মেঘ উড়ে যায় ঐ সুদূরে, র্সূয উঠে হেসে।


মায়ের সাথে হাসের ছানা, ডুব দেয় দল বেঁধে
পুকুর জলে বৃষ্টির ফোটা, খেলছে গায়ে মেখে।


ঘোলা জলে পান কৌড়ি, মাছের নেশায় ডুবে
মাছ রাঙা ঝাঁপ দিয়ে, পুঁটি মাছ ধরে।


ডান পিঠে এক দল, গরম জলে ভিজে
ঝমঝমানো বৃষ্টির ফোটা, যেন স্বপ্ন বয়ে আনে।

রবিবার, ৫ আগস্ট, ২০১২

হে...বন্ধু্ দিবস...



শুভ হোক বন্ধুত্ব দিবস
বন্ধু মনে না কোন বয়স ,
বন্ধু থাকে সব সময়ের সাথী
মুখে ফুটবে তাদের হাসি ।

বন্ধু হবে বৃক্ষের মত
ইচ্ছে থাকলে উপায় তত,
বন্ধু মানিস এটি কত
বন্ধুত্বে থাকবে সরল বিশ্বাস
কাজের প্রতি সবার আশ্বাস।


বন্ধু হবে আকাশের তারা
যদি হই বন্ধু আমরা ,

” হ্যাপী ফ্রেন্ডশীপ ডে ”
তাইতো বন্ধু চাই হে……

পোষা পাখি ...



পোষা পাখি ...
আজ তুই উড়ে গিয়ে
করলি কিযে ভুল
বুঝবি তুই বুঝবি ,
যখন তোর পাশে
রইবে না কেউ
আমার মত করে ।


আদর করে ডাকবে না কেউ
আমার মত করে ,
”খাসনা কেন তুই ”
আদর করে বলবে না কেউ
আমার মত করে ।


পোষ মানাতে তোকে
গড়েছিলাম তোরি সাথে
বন্ধুত্বে বাঁধন ,
আজ তুই উড়ে গিয়ে
ভাঙ্গলি যে ,
বন্ধুত্বের সেই বাঁধন ।


তোর জন্য মায়া ভরা
আমার এ মন কাঁদে ,
কেমন করে থাকবি তুই
আমায় একা ফেলে ।


কেটে যাওয়া দিনগুলো কি
পড়লো না তোর মনে ,
আজ তুই তাকালিনা পিছু ফিরে
উড়ে গেলি সুযোগ পেয়ে ,
আমার খাঁচা ভেঙ্গে ।


পোষমানা পাখি চাই আমি
ধরেছিলাম বায়না বাবা কাছে ,
তাই তকে এনেছিল বাবা
বাজার থেকে কিনে ,
আজ তুই উড়ে গিয়ে
আঘাত দিলি আমার এ মনে,
আর কোন পাখি চাই না
আমি পোষমানাতে ।।

যদি দেখা হয়


যদি দেখা হয়
যদি কোন এক শ্রাবণের বিষন্ন বিকেলে
দেখা হয় আচমকা আবার দু’জন দু’জনে,
হয়তো নিষ্পলক চোখে ঢেঢ় স্মৃতিচারণে
হারাবে দু’টি মন পুনঃ প্রেম নিবেদনে।

মধ্যবিত্তের ইচ্ছের কাছে প্রেম দ্বিধাগ্রস্থতায়
পরাজিত হয় বার বার সমকালীন অবহেলায়,
তবু এসেছিল প্রেম অনুর্বর বুকে স্মিত হেসে
অসম বৈষম্যের তরে প্রেম বিদায় নিল কেঁদে।

কত বসন্ত পেরিয়ে-কত নব যৌবন ফুরিয়ে
প্রেম জীবন কাব্যে বেঁ‍চে আছে ছন্দ হারিয়ে,
জীবনের মানে খোঁজা হল না আজো একবার
তবু প্রেম জেগে রবে ব্যথাহত মনে শতবার।

চেনা পৃথিবীটা হয়ে যায় বার বার অচেনা,
প্রেম বলে কিছু নেই আছে শুধু প্রতারনা
একদিন হৃদয়ে ছিল অনন্ত সুখের বারতা
প্রেম দিল অতৃপ্ত দুঃখের বিশাল বিমূঢ়তা।

পুরোনো অতীত ভুলে যাওয়া যেমন কঠিন
প্রেম-ভালবাসা শোধে না তেমন তার ঋণ,
প্রদীপ জ্বালানো যায় যতবার যতটা সহজে
নিভানো যায় না ঠিক ততবার সম সহজে।

হৃদয়ের রক্তক্ষরণে ভাষাহীন কবিতারা
পাখাহীন মেঘের ডানায় উড়ে আত্নহারা,
স্বপ্নীল প্রত্যয়ে সাজিয়েছিলাম বুকে বাসর
অলীক প্রত্যাশায় ভাঙ্গল তাই বুকের পাজর।

Smile





The best of friends,
Can change a frown,
Into a smile,
When you feel down.

The best of friends,
Will understand,
Your little trials,
And lend a hand.

The best of friends,
Will always share,
Your secret dreams,
Because they care.

The best of friends,
Worth more than gold,
Give all the love,
A heart can hold.