ভরদুপুরে গরম রোদে, বৃষ্টি এল ঝেঁপে
ভরদুপুরে গরম রোদে, বৃষ্টি এল ঝেঁপে
ভরদুপুরে গরম রোদে, বৃষ্টি এল ঝেঁপে
মেঘ উড়ে যায় ঐ সুদূরে, র্সূয উঠে হেসে।
মায়ের সাথে হাসের ছানা, ডুব দেয় দল বেঁধে
পুকুর জলে বৃষ্টির ফোটা, খেলছে গায়ে মেখে।
ঘোলা জলে পান কৌড়ি, মাছের নেশায় ডুবে
মাছ রাঙা ঝাঁপ দিয়ে, পুঁটি মাছ ধরে।
ডান পিঠে এক দল, গরম জলে ভিজে
ঝমঝমানো বৃষ্টির ফোটা, যেন স্বপ্ন বয়ে আনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন