যদি দেখা হয়
যদি কোন এক শ্রাবণের বিষন্ন বিকেলে
দেখা হয় আচমকা আবার দু’জন দু’জনে,
হয়তো নিষ্পলক চোখে ঢেঢ় স্মৃতিচারণে
হারাবে দু’টি মন পুনঃ প্রেম নিবেদনে।
মধ্যবিত্তের ইচ্ছের কাছে প্রেম দ্বিধাগ্রস্থতায়
পরাজিত হয় বার বার সমকালীন অবহেলায়,
তবু এসেছিল প্রেম অনুর্বর বুকে স্মিত হেসে
অসম বৈষম্যের তরে প্রেম বিদায় নিল কেঁদে।
কত বসন্ত পেরিয়ে-কত নব যৌবন ফুরিয়ে
প্রেম জীবন কাব্যে বেঁচে আছে ছন্দ হারিয়ে,
জীবনের মানে খোঁজা হল না আজো একবার
তবু প্রেম জেগে রবে ব্যথাহত মনে শতবার।
চেনা পৃথিবীটা হয়ে যায় বার বার অচেনা,
প্রেম বলে কিছু নেই আছে শুধু প্রতারনা
একদিন হৃদয়ে ছিল অনন্ত সুখের বারতা
প্রেম দিল অতৃপ্ত দুঃখের বিশাল বিমূঢ়তা।
পুরোনো অতীত ভুলে যাওয়া যেমন কঠিন
প্রেম-ভালবাসা শোধে না তেমন তার ঋণ,
প্রদীপ জ্বালানো যায় যতবার যতটা সহজে
নিভানো যায় না ঠিক ততবার সম সহজে।
হৃদয়ের রক্তক্ষরণে ভাষাহীন কবিতারা
পাখাহীন মেঘের ডানায় উড়ে আত্নহারা,
স্বপ্নীল প্রত্যয়ে সাজিয়েছিলাম বুকে বাসর
অলীক প্রত্যাশায় ভাঙ্গল তাই বুকের পাজর।
যদি কোন এক শ্রাবণের বিষন্ন বিকেলে
দেখা হয় আচমকা আবার দু’জন দু’জনে,
হয়তো নিষ্পলক চোখে ঢেঢ় স্মৃতিচারণে
হারাবে দু’টি মন পুনঃ প্রেম নিবেদনে।
মধ্যবিত্তের ইচ্ছের কাছে প্রেম দ্বিধাগ্রস্থতায়
পরাজিত হয় বার বার সমকালীন অবহেলায়,
তবু এসেছিল প্রেম অনুর্বর বুকে স্মিত হেসে
অসম বৈষম্যের তরে প্রেম বিদায় নিল কেঁদে।
কত বসন্ত পেরিয়ে-কত নব যৌবন ফুরিয়ে
প্রেম জীবন কাব্যে বেঁচে আছে ছন্দ হারিয়ে,
জীবনের মানে খোঁজা হল না আজো একবার
তবু প্রেম জেগে রবে ব্যথাহত মনে শতবার।
চেনা পৃথিবীটা হয়ে যায় বার বার অচেনা,
প্রেম বলে কিছু নেই আছে শুধু প্রতারনা
একদিন হৃদয়ে ছিল অনন্ত সুখের বারতা
প্রেম দিল অতৃপ্ত দুঃখের বিশাল বিমূঢ়তা।
পুরোনো অতীত ভুলে যাওয়া যেমন কঠিন
প্রেম-ভালবাসা শোধে না তেমন তার ঋণ,
প্রদীপ জ্বালানো যায় যতবার যতটা সহজে
নিভানো যায় না ঠিক ততবার সম সহজে।
হৃদয়ের রক্তক্ষরণে ভাষাহীন কবিতারা
পাখাহীন মেঘের ডানায় উড়ে আত্নহারা,
স্বপ্নীল প্রত্যয়ে সাজিয়েছিলাম বুকে বাসর
অলীক প্রত্যাশায় ভাঙ্গল তাই বুকের পাজর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন