[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বুধবার, ২৯ আগস্ট, ২০১২

Chokher Poloke -Rizvi Wahid & Subhamita




আমার ঠিকানা

 

আমার ঠিকানা


 
আমি পিপীলিকার মাঝে থাকি উল্লাসে
পথহারা পথিকের সাথে কাঁদি নীরবে
আমার ঠিকানা পাও নি?
দাউদাউ চিতায় জ্বলে যে বিরহ
খুঁজে দেখ সেখানে ধূসর ছাই--
আমার ঠিকানা শুরু এখানে...
চিহ্নটা দেখা যাবে নীলিমার আঁচলে
দ্রোণের কোমল আঘাতে ক্ষত শুভ্র পা
আমার ঠিকানা প্রলেপ তবে--
‘ওহ্‌’ শব্দ হলে আমি কান্নাসাগর
নীলিমার কবরের পাশে হতে পারে ঠাঁই--
আমার ঠিকানার সীমান্ত এখানে...

রাত নিঃসঙ্গ বিরাতে ..

 

রাত নিঃসঙ্গ বিরাতে ...


 
রাত বারটা, দিনের ক্লান্তি কেবল গ্রাস করতে শুরু করেছে পুরো শহরটাকে। ঘর থেকে বেড়িয়ে, নিঃসঙ্গ পথচলা উদ্দেশ্যহীন কিছু মানুষের মাঝে নিজেকে খুঁজে ফেরা। রাতের নীরবতা, ভেঙ্গে যায় মাঝে অর্থহীন মানুষের হাক ডাক মৃদুকলরবে বুঝি দিনের প্রান ফিরল বলে। অস্তমিত পঞ্চমীর চাঁদ, সুকান্তের কবিতা আধ পেটা মানুষের তৃপ্তির ঘুম স্বাভাবিক নিয়মে খোলা আকাশের তলে। অপক্ক দেহ, কামে চিত্ত মন জীবন আর যৌবনের মৌলিক সংযোগ ওহে পুরুষ স্বর্গ আজ বারবনিতার হাতে। টহল পুলিশ, নৈশ প্রহরী রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা জীর্ণ শীর্ণ কুকুর সদা ব্যস্ত সব দিনের মত জীবনের নিয়মে। চায়ের কাপ, খোলা আকাশের ফাকে নব উদ্যম খুঁজে কেও রাত্রি অবকাশে রাত জাগা পাখি হয়ে স্বপ্ন উল্লাসে। আজ আমি, এই নিশুতি রাতে অলি গলি বড় রাস্তা পেরিয়ে মন পবনের টানে আজো আমি বড় একা কেও নেই সাথে।

আজ জন্মদিন তোমার



আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা,
আজকের জ্যোসনাটা আরো সুন্দর, সন্ধাটা আগুন লাগা
 আজকের পৃথিবী তোমার জন্য ভোরে থাকা ভালো লাগা
 মুখরিত হবে দিন গানে গানে আগামীর সম্ভাবনা
 তুমি এই দিনে পৃথিবীতে এসেছ , সুভেচ্চা তোমায়
 তাই অনাগত ক্ষণ হোক আরো সুন্দর উচ্ছল দিন কামনায়
 আজ জন্মদিন তোমার
 তোমার জন্য এই রোদেলা স্বপ্ন সকাল
 তোমার জন্য হাসে অললন স্নিগ্ধ বিকেল
 ভালবাসা নিয়ে নিজে তুমি, ভালোবাসো সব সৃষ্টিকে
 তোমার জন্য ফোটা পৃথিবীর সব গোলাপ
 তোমার জন্য এই কবিতা নয় সে গোলাপ
 আলোকিত হয়ে নিজে তুমি, আলোকিত কর পৃথিবীকে

অবুঝ

 

অবুঝ




বদ অভ্যাস আজও দেখি
অর্থ যদি জোটে,
লাভ কি হবে কেউ জানি না ?
নাচছে দেখি সবে।

মিথ্যাবাদী রাগ করিনি
তর্কে দশেমুখে, অর্থ যদি জোটে,
হেসে খেলে বছর ভরে
মিথ্যে, পাজি, মুখপোড়া সবাই মিলে বলে।

আশায় আশায় সব কাজেতে
"যদি" র আশায় বসে,
চুল চিরে সব উল্টে যাবে
বয়স ভাটার স্রোতে।

কথায় কথায় মারব ঘুষি
এখন লাইনে,
সময় এলে শান্ত হবে
সহজ কথায় বলে।

মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১২

ওবুঝ ভালবাসা...


তুমি আমার না বলা কিছু কথা,
         তুমি আমার কালো মেঘ ছাড়া সেই আকাশ,
                    তুমি আমার তারা ভরা রাত্রী,
                             তুমি আমার ওবুঝ ভালবাসা...