আমার ব্যথাগুলো আরো ব্যথা নিয়ে মেঘ হয়ে চেপে গেছে চোখে আমি ভালো নেই.....
[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]
বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১২
অপারগতা...
অপারগতা
সোনালী রৌদ্রের কিরণ আসা যাওয়া করে
নিত্য আমার চৌকাঠে ।
নির্লিপ্ত নয়নে তাকিয়ে শুধু দেখি
করতে পারিনা তাকে বরণ,
করতে পারিনা তাতে অবগাহন ।
অতৃপ্ত আত্মা বিহ্বল হয়ে অস্থির থাকে,
ভেজা হৃদয় সদা শ্যাতশ্যাতে থাকে,
ভাবনারা সদা কর্দমাক্ত থাকে,
আমার এই ক্ষুদ্র অচলায়তনে ।
ভেজা হৃদয় সদা শ্যাতশ্যাতে থাকে,
ভাবনারা সদা কর্দমাক্ত থাকে,
আমার এই ক্ষুদ্র অচলায়তনে ।
অপারগতার আর্তনাদ আমি কুলকুচা করে গিলে ফেলি
যাতে পাশের কেউ বুঝতে না পারে,
ইচ্ছে গুলিকে আমি ক্ষত বিক্ষত করে ধ্বংস করি
যাতে পাশের কেউ দেখতে না পায়,
আমাকে আমি নিয়ে যাই নরকের দুয়ারে
যাতে পাশের কেউ কষ্ট না পায় ।
যাতে পাশের কেউ বুঝতে না পারে,
ইচ্ছে গুলিকে আমি ক্ষত বিক্ষত করে ধ্বংস করি
যাতে পাশের কেউ দেখতে না পায়,
আমাকে আমি নিয়ে যাই নরকের দুয়ারে
যাতে পাশের কেউ কষ্ট না পায় ।
আমি তো আমি নই
কঠিন দাসখত দেয়া এক ক্রীতদাস
নিজেকে বিকিয়ে দেয়া জোকারের লেবাসে
এক পরাজিত সৈনিক ।
আমার সব অর্জন তো আমার নয়
অধিকারীর হুকুমের তাবেদার হয়ে
কৃত কর্মের কারণে
এক বিশ্বস্ত গোলামের স্বীকৃতি ।
কঠিন দাসখত দেয়া এক ক্রীতদাস
নিজেকে বিকিয়ে দেয়া জোকারের লেবাসে
এক পরাজিত সৈনিক ।
আমার সব অর্জন তো আমার নয়
অধিকারীর হুকুমের তাবেদার হয়ে
কৃত কর্মের কারণে
এক বিশ্বস্ত গোলামের স্বীকৃতি ।
--- ২৫– ০৯ – ২০১২ ইং
সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১২
পায় পায়ে...
পায় পায়ে...
দু’পাশে অনন্তর বিস্তীর্ন গাছের সারি,
একটা সীমান্ত এক্সপ্রেস।
.
দুরন্ত গতিতে পিছনে চলে যাচ্ছে গাছগুলো
একটা গাছ জানালার কাছে আসছে,
যেন একটা দানব,
নিমেষে ভেঙে চুরমার করে দেবে সবকিছু ।
হঠাৎ ভয়াল কালো দানবটা
ট্রেন এর জানালা ছুতে ছুতে মুহুর্তের মধ্যে
চলে যাচ্ছে অজানায়,
ফেলে আসা অনন্তর পথে ।
.
যেতে না যেতেই আরো একটা দানব,
আবারো সেই ছোবলের হাত,
আবারো হারিয়ে যাওয়া অনন্তরে,
তারপর আবারো
তারপর আবার…..
চলছে……..চলছে…….
চলছি…..চলছি……………………..
অসীম শূন্যতা..
অসীম শূন্যতা
নিস্তব্ধ তমসার নির্ঘুম নিঃসঙ্গ রাত
দখিনা সমীরণে হাস্নেহেনার স্বতস্ফুর্ত বিস্তরণ
প্রকৃতির বিনয়তায় চারিদিক নীরব-নিথর,
তন্দ্রাহীন এই নিঝুম রাতের নিস্তব্ধতায়-
দু’চোখের স্বচ্ছ অঞ্জলিতে আজ
নিরর্থক বিভ্রান্তির নির্মম প্রলেপ।
সীমাহীন আকাশের অস্তিত্ব জুড়ে
অগণিত নক্ষত্রের অপরূপ সমারোহ
লাইট পোষ্টের প্রজ্জ্বলিত মৃদু আলোয়,
আনমনে জোনাকির মত জ্বলছে আর
নিভছে ভুলের সমন্বয়ে দীর্ণ-বিদীর্ন গড়া-
অহেতুক-অনর্থক এই জীবন প্রদীপ।
অস্থিরতার অপরিকল্পিত নিঃস্বার্থ মন-
এবরো-থেবরো মেঠোপথ, সুপ্রিয় সময়
বিদায়ের সুকরুন ছুরিকাঘাতে পলাতক,
প্রলম্বিত সুখ-স্বাচ্ছন্দ্যে, স্নেহ-ভালবাসার-
প্রত্যাশায় আলিঙ্গন লাশ হয়ে আছে
ঠুনকো নিয়তির নিস্পৃহ শূন্য কবরে।
নিঃশ্বাসে তবুও অবিকল জড়িয়ে আছ আজো
কালের বিবরে জমেছে অসংখ্য স্মৃতি কথা,
বাস্তবতার অচেনা পদক্ষেপে তোমার আনাগোনা-
তাই শিল্পের আকাশে বাস্তবিক অসীম শূন্যতা,
ক্রন্দন বিদ্ধ কবিতা, উপমা ও রূপকের অসহায়
আর্তনাদে নিজেকে মনে হয় কেবলই
অসীম শূন্যতায় কোন এক মৃতাত্না।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)