[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১২

ভালোবাসার না বলা অনুভুতি...


ভালোবাসার না বলা অনুভুতি...

নিঝুম রাতে,
চুপ চুপি বালিশে মুখ গুজে তার কথা ভেবে অস্থির হয় মন…

যখন বৃষ্টি হবে,
দরজা জানালা বন্ধ করে মেঝেতে শুয়ে মন তার কথা ভেবে যায়...

তুমি জানো যে সে নেই,
তার পরেও পথে বের হলে হাজারো লোকের ভিতরে মন তাকে খুঁজবে…

চেনা অচেনা মানুষের ভিড়ে তার কণ্ঠ খুজে ফিরবে…
আর প্রিয় গান গুলো শুনবে বেশী বেশী...
সত্যি তুমি বুঝে যাবে ভালোবাসার অনুভুতি…

এমন অনেক সকাল আছে যে সকালে
সূর্য ঢাকা পরে মেঘের আড়ালে…

পাখিরা ডাকেনা,
রোদের হাসি শিশিরের অশ্রুকে মুছে দেয়না...

এমন অনেক রাত আছে যে রাতে চাঁদে গ্রহণ লাগে…
জোনাকিরা অভিমান করে..

তারারা লুকিয়ে থাকে…
কিন্তু এমন কোন সকাল এখনো আসেনি...
যে সকাল তোমাকে পাওয়ার প্রার্থণা ছাড়া শুরু হয়েছে…


আর এমন সব মূহূর্তগুলোর সমাপ্তি ঘটেনা না বলে ভালবাসার অনুভূতিগুলোও রয়ে যায় অসমাপ্ত….. ♥

বুধবার, ২৪ অক্টোবর, ২০১২

বর ও কনের জন্য Wedding Shopping List --কিছু বাদ পড়ল কি?

বর ও কনের জন্য Wedding Shopping List --কিছু বাদ পড়ল কি?

এখানে বর ও কনের জন্য একটা উইডিং শপিং লিস্ট দিলাম। তাড়াহুড়োর মধ্যে অনেক সময় তালিকা থেকে অনেক কিছু বাদ পড়ে যায়। তাই একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরী করার জন্য এই খুদে প্রয়াস।
কি কি বাদ পড়ল লিসটি থেকে ব্লগার ভাই ও বোনেরা জানাবেন প্লীজ। তালিকায় আর কি কি যুক্ত করতে হবে। তবে খাওয়া-দাওয়া, ট্রান্সপোর্ট, ভিডিও, ফটোগ্রাফি, পারলার, গায়ে হলুদ, বাসর ঘর সাজানো এই তালিকায় অন্তর্ভুক্ত হবেনা। আপনাদের সাপোর্ট নিয়ে একটি সুন্দর ও ইকোনোমি শপিং লিস্ট তৈরি করতে চাই। যারা সম্প্রতি বিয়ে করবেন ভাবছেন তাদের জন্য এই লিস্টটা কাজে আসতেও পারে।

Wedding Shopping List (কনের জন্য)

১। লিপস্টিক
২। লিপ লাইনার
৩। নেইল পলিশ
৪। ফেস পাউডার
৫। আই লাইনার
৬। মাসকারা
৭। আই শেডো বক্স
৮। মেকআপ বক্স
৯। শাম্পু ফর হেয়ার
১০। কনডিশনার
১১। ককোনাট ওয়েল
১২। সাবান
১৩। সোপ বক্স
১৪। পাউডার
১৫। পাউডার বক্স
১৬। টুথ পেস্ট
১৭। টুথ ব্রাশ
১৮। চিড়ুনি
১৯। তোয়ালে
২০। রুমাল
২১। টিপ
২২। আইবুরু পেনসিল
২৩। কাজল
২৪। চুলের কিপ
২৫। চুলের কাটা
২৬। খোপা
২৭। বডি লোশন
২৮। মেহেদি টিউব
২৯। গ্লিটার
৩০। রাখি
৩১। আয়না
৩২। বডি স্প্রে
৩৩। পারফিউম
৩৪। সেফটিপিন (Golden & Silver)
৩৫। চুড়ি (glass, city gold)
৩৬। লাকের নথ (city gold)
৩৯। আলতা
৪০। চুলের জন্য কাপড়ের ফুল
৪১। কুমকুম টিপ
৪২। ঘড়ি
৪৩। ওড়না
৪৪। সেনডেল
৪৫। ফেসওয়াশ
৪৬। শাম্পু আফটার শাউয়ার
৪৭। সান স্ক্রিন বডি লোশন
৪৮। মাউথ ওয়াশ
৪৯। ফেস রিম
৫০। হেয়ার স্ট্রেটনার
৫১। ওলিভোয়েল/মেকআপ রিমুভার
৫২। মশ্চারাইজার
৫৩। টোনার
৫৪। মেকাপ রিমুভার কটন
৫৫। ওরনামেন্ট ব্যাগ
৬৬। ঘড়ি
৫৭। রুমের জন্য স্যান্ডেল (নরম)
৫৮। মিস্ট
৫৯। হেয়ার ড্রায়ার
৬০। হেয়ার স্প্রে
৬১। নেইল কাটার
৬২। ক্যানডেল
৬৩। লেইস

----------------------------------------------------------------------

৬৪। ১ম শাড়ি (বেনারসি)-১ টি
৬৫। ২য় শাড়ি (জামদানি)-১টি
৬৬। ৩য় শাড়ি-১টি
৬৭। ৪থ শাড়ি-১টি
৬৮। সুতি শাড়ি-২ টি
৬৯। সেলোয়ার কামিজ- ২ সেট
৭০। নাইট গাউন
৭১। ব্লাউজ
৭২। পেটিকোট
৭৩। মোজা
৭৪। ট্রলি ব্যাগ
৭৫। ভেনেটি ব্যাগ/ পার্টি ব্যাগ
৭৬। গহনা (গোল্ড + সিটি গোল্ড)
৭৭। জায়নামাজ
৭৮। তাসবিহ
৭৯। কোরান শরিফ
৮০। বোরকা/ স্কার্ফ
৮১। আত্মীয়-স্বজন ও পরিবারবর্গের জন্য পোষাক
৮২। শীতল পাটি
৮৩।
-------------------------------------------------------------------------
বিয়ের শপিং সবার জন্য আনন্দের বন্যা বয়ে আনে। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে করা হলেও অভিজ্ঞ এবং বয়োজ্যেষ্ঠদের মতামত ও পরামর্শ এখানে খুবই গুরুত্বপূর্ণ। কোনো জিনিস কি পরিমাণে এবং কার কার জন্য কিনতে হবে এসব আগে থেকে স্থির করা না হলে পরে এ নিয়ে জটিলতা ও মান অভিমানের জন্ম নেওয়াটা বিচিত্র কিছু নয়। তাই সবকিছু বিচার বিশেস্নষণ করে কিভাবে বিয়ের শপিংকে সার্থক করা যায়।

সাধ আর সামথ্যের্র সমন্বয়ের মাধ্যমে সমস্ত উপকরণ সঠিক পরিমাণে কেনার জন্য একটা আনুমানিক বাজেট নিশ্চিত করা।
বর, কনে, আত্মীয়-স্বজন ও পরিবারবর্গের সবার জন্য উপহার ও উপঢৌকন-এর আলাদা আলাদা তালিকা তৈরি করতে হবে।

কনের সাজ-সজ্জার প্রয়োজনীয় উপকরণ যেমন পরিধানের শাড়ি, সালোয়ার কামিজ ও লেহেঙ্গা, গহনা, কসমেটিকস এবং অন্যান্য সব কিছুর পুঙ্খানুপুঙ্খ বিবরণসহ তালিকা উভয় পরিবার ও কনের সম্মতি সহ নিশ্চিত করতে হবে।
বরের পরিধেয় বস্ত্রাদি যেমন শেরওয়ানি কিংবা কমপিস্নট সু্যট, প্রসাধনী, জুতো-স্যান্ডেল, এগুলো বরের ব্যক্তিত্ব ও পছন্দের সাথে মানানসই করে তালিকা প্রস্তুত করতে হবে।

বিয়ে পূর্ব ও বিয়ের পরবর্তী গিফটগুলোর জন্য আলাদা তালিকা তৈরি করতে হবে।
ক্রয় করা সকল পণ্যের মূল্য তালিকা যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে। এতে করে কোনো জিনিস বাদ পড়ল কিনা সে বিষয়ে যেমন নিশ্চিত হওয়া যাবে, তেমনি বাজেটের সাথে খরচের কোনো রকম পার্থক্য হলো কিনা সেটাও জানা যাবে।


Wedding Shopping List (বরের জন্য)



১। শেরওয়ানি
২। পাগড়ি
৩। নাগড়া
৪। পাঞ্জাবি
৫। ওড়না
৬। চুস পাজামা
৭। সেনডেল
৮। সিনভার কালার রাখি
৯। জরির মালা
১০। লুঙ্গি
১১। রুমাল
১২। গামছা
১৩। ব্লেজার
১৪। টাই
১৫। শো /জুতো
১৬। পারফিউম
১৭। বডি স্প্রে
১৮। মোজা
১৯। গেঞ্জি
২০। ট্রাউজার
২১। ট্রলি ব্যাগ
২২। বেল্ট
২৩। শার্ট
২৪। পেন্ট
২৫। শেভিং সেট
২৬। উইডিং ডাইরি
২৭। উইডিং কার্ড
২৮। উইডিং রিং
২৯। উইডিং ফটো এ্যালবাম

আর কি কি লাগবে

আর কিছুইতো মনে আসছেনা..........হেল্প করেন প্লীজ।


ভালো/আজ রাতে সেই মৃত পাখি ঘুমালো...

ভালো/আজ রাতে সেই মৃত পাখি ঘুমালো...

০.
আকাশের নিচে সে মেলে দিলো এক ভেজা শাড়ি
সূর্যের গায়ে নীল লবনের রাত!
নিন্দিতা বোসো। নদীর শরীর থেকে খুলে নেয়া আনাড়ি সে ভেজা কাপড়
তোমাকে দেবে কোন পাগল প্রেমিক!
খয়েরি বুকের দিকে তার বাড়ানো হাত।
নিন্দিতা শোনো। চোখ বন্ধ রাখো। স্যুটকেসে রাখা সাদা তোয়ালে;
বেঁধে নিতে পারো চোখ। যেন দেখোনা -
দেখোনা আকাশের তলে গোলাপ গলা কোনো উন্মুক্ত নারী!

১.
আমার খুব মনে হয় ওরা ছিলেন তারার মত আলো হয়ে।
আলোর কত রং হয়ে যায় কান্না রোদে ভয়ে
ঝুঁকে মাথায় হাত বুলিয়ে পিঠে
স্বান্তনা দাও স্বান্তনা দাও
বুকের ভেতর আনন্দেরা বিষাদ করুন ক্ষয়ে
যাচ্ছে কেবল। যাচ্ছি সয়ে সয়ে।
আমার খুব মনে হয়-
খুব মনে হয় ওরা ছিলেন তারার মত আলো হয়ে।

২.
ব্যস্ত হয়ে যাচ্ছে সে দিন! ব্যস্ত সিঁদুর শাখা/
বিশ্বাসে নয় ভয়ে ভয়ে হাসনুহেনা মাখা
হাতের উপর লুকিয়ে রাখা সস্তা প্রেমের কাজ
বৈয়ের পাতায় গল্পেরা কৈ আঁকছেনা সমাজ!

৩.

সে চলে গেছে অরন্য পাহাড়ে আহারে কি বুকে নদী নেমে গেছে!
সে তার হাতে আপেলের লাল সূর্য থেমেছে গড়িয়ে নিতে!
ছোট্ট শরীরে পাখিদের পাখা উড়ে যাওয়া শুধু সময়ের
চলে যাওয়া ঋতু শ্রাবনের ফুল দূরে যাওয়া পাখি গগনের।

৪.
আমার দুচোখ খড়কুটো ভেবে আগুন কেন জ্বালো
দুচোখ আমার শুধু জ্বলে যায় বৃষ্টিকে কে জানালো?

৫.
ইচ্ছে গুলো তুমুল মায়ার ইচ্ছে গুলো তিরিক্ষি
ইচ্ছে গুলো হাঁটছে হাতে বাগান বনে শিরীষ কি!

৬.
কবিতার হাতে কষ্টের কথা অরঙিন গাল আলপনা
ছায়া ছায়া টক সিদ্ধির রাতে শৈশব শেষে জালবোনা।

৭.
টকটকে দিন কন্ঠের পরে ঝুলে আছে হয়ে হার!
অদ্ভুত তার চলে যাওয়া ছিলো বুলবুল বেদনার।

৮.
বেঁচে আছি। বেঁচে আছি তোমাকে ছাড়াই কি বিস্ময়ে অনাদর! দক্ষ প্রজাপতি হাতে
এখনও একেকটি দিন আগুনময় নৈঃশব্দে। হলাহল নগরীর একনিষ্ঠ আশ্বিন, লাস ভেগাস
পৃথিবীর হাতে ক্যাসিনো হয়ে ঘুরছে। তোমাকে ছাড়া বেঁচে থাকা মানে পৃথিবীর
প্রাচীন বাগানে একটি কস্তুরী নাভীর মৃত্যু! বেঁচে আছি জনন্তিকা। এখনো
বেঁচে থাকা দূর্বার ফুল। ভাবছি অপালা সিল্কের সামনের উদ্যানে যে কোন
একদিন বেঁচে থাকা নিয়ে আমাদের গল্প। আমরা গল্পেই মশগুল!

৯.
তুমি নিরুদ্দেশ চাঁদের শিশু! আসো যাও গর্ভদেশের স্মৃতি খুঁজে নিয়ে ব্রজের গোপবালক!
তুমি প্রকাশিত হও স্বরাজে। আমার অহংকার হও। নির্বাচিত ওহী হও বুকের ভেতর!
দশমীর রাতে ভাসে চন্ডালী সুর-
ততদিন অপেক্ষা করো অর্জন আমার..!

১০.
বৃষ্টি বলে কিচ্ছুটি নেই মায়ের পায়ের তলে
এইতো সেদিন বৃষ্টি এল ভীষন কৌতুহলে
চালার উপর ডালার উপর
বৃষ্টি হলো খুব
বৃষ্টি মাথায় বই এর ব্যাগে মাছরাঙারা ডুব।
বৃষ্টি বলে কিচ্ছুটি নেই
এই তো সেদিন রসের গোলা পড়ছিলো আর গাছ ভর্তি সেই
মাঠের প্রিয় ফড়িংগুলো পূজোয়
মায়ের পায়ের কাছে হারিয়েছিলো খেই।
বৃষ্টি হত কদিন আগে এখন কি আর সেসব দিনের মত
মেঘ করে আর রাবড়ি সেমাই জিভ টুকে উদ্ধত! বৃষ্টি বলে কিচ্ছুটি নেই কদিন পরে আরোই-
বৃষ্টি বলে ভাতের চুলো টগবগিয়ে টাট্টু ঘোড়া হাত বাগিয়ে ধরোই, তবু কিচ্ছুতে আর মেঘ রবেনা
বৃষ্টি তখন কবির হাতে খাতার পাতায়, বলবে সব্বাই
বৃষ্টি বলে কিচ্ছুটি নেই দিনে রাতে!

১১.
সোহাগের ঢেউ পাতালের ঘোড়া
বাজে কার বুকে বিবাগের ছোরা
অগুনতি ফুল সন্ন্যাসে যাও
বিহারের দেশে কালো ভোমরা!

১২.
বৃষ্টি ধরছে ছোট্ট হাতের রেখা! শুকনো ডালে পাঁচ আঙ্গুলে ফুল! বৃষ্টি ধরার হাতটুকুতে শেখা! বদলে দিচ্ছে বিকেলটা আমূল!

১৩.
কতদিন কেউ কাঁদতে দেখেনি কবির পোষা শব্দগুলোকে
কতদিন ধরে অজ্ঞাতবাস পাড়ার পায়ের পাতা ধুলোকে
উড়তে দেখেনি কেউ!
কতদিন সেই দূর লাবন্য সিংহগড়ের ঢেউ!
অসুখের শ্রেয় শ্রেণী সংগ্রাম লুকিয়ে রয়েছে কতদিন
চোখ তুলে দেখে ফুটফুটে শিশু হাতের ভেতর দূরবিন।
কবিতার হাতে মাটির ঘোড়া শনিবারে দূর আগুন পোড়া
নির্ঘাত পচা লাশের গন্ধ পাচ্ছে তখন কেউ!

১৪.
দুরন্ত চঞ্চুতে ধান নিয়ে যে শালিক ঘাড়ে এসে নামে চুলে ডুবিয়ে রাখে পালকের জল। তাকে গন্ধতেলের কথা বলেছিলো পাড়ার মাসীরা। তখন থেকেই রোজ মেঘেরা নামে নদীতে আর পাখিরা মিহি জমিতে!

১৫.
পৃথিবীর সম্রাটকে বলছি এরকম আগুন নিয়ে খেলা তোমার হাতে সমিতির শেষ দিন কে দীর্ঘায়িত করেছে!
প্রেম নিয়ে লিখতে চেয়ে বল্লমের ধারে কেটেছো সুখের মর্মর,ওসব পাথর সভা সমিতি তে কবে থেকে ফাইলবন্দী!

১৬.
আলো আর আকাশের থেকে নদী যতখানি আশা করে---
আমিও তেমন;
বত্রিশভাগী জঙ্গলে যাই। ঘুরে যাই পথ। দহে পুড়ে গেলে
সোহাগী জলঘাট-
মাঝে মাঝে বাকিটুকু নদী হই যদি!
জলের ধারার কাছে ঝরো করবি!

চুমু


চুমু


১.
আদর করে দিতে গেলাম
ছোট্ট একটা চুমু
প্রতিদানে আমার গালে
চড় বসালো মুমু।
২.
পাশের বাসার ঝুমু খান
আমায় ডেকে নিরালাতে
চুপি চুপি চুমু খান।

৩.
তোমার বাড়ির ছাদের উপর
আমার নজর ল্যান্ড করি
ছাদে তোমায় দেখলে পরে
উড়ু চুমু সেন্ড করি।

৪.
মধ্যরাতে একা একা
তোমায় ভীষন মিস করি-
আবেশ পেতে দু'চোখ বুজে
নিজের হাতেই কিস করি!

নিশি


নিশি

.
হঠাৎ প্রেম, কাছে আসা
মেয়েটার নাম নিশি-
হঠাৎ করেই, চলে গেল
আমার হাতে শিশি।

.
নিশিতে করলে তোমার
নাম্বার কেন বিজি
বুইঝা গেছি তুমি মেয়ে
কঠিন একটা চিজই
তবু প্রেম করেই যাবো
প্রেম অতো নয় ইজি।

সোমবার, ২২ অক্টোবর, ২০১২

শুভ হোক সকাল

 
মৃত্যু নাই ,নাই দুঃখ আছে শুধু প্রাণ ,
অনন্ত আনন্দ হাসি অফুরাণ ।
নিরাশার বিবর হতে আয়রে বাহির পথে ,
দেখ নিত্য সেথায় আলোকের অভিযান ।
ভিতর হতে দ্বার বন্ধ করে ,
 জীবন থাকিতে কে আছিস মরে ! 
ঘুমে যারা অচেতন ,
 দেখে রাতে কুস্বপন ,
প্রভাতে ভয়ের নিশি হয় অবসান ।।
 শুভ হোক সকাল সবার ।।