[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বুধবার, ২৪ অক্টোবর, ২০১২

বর ও কনের জন্য Wedding Shopping List --কিছু বাদ পড়ল কি?

বর ও কনের জন্য Wedding Shopping List --কিছু বাদ পড়ল কি?

এখানে বর ও কনের জন্য একটা উইডিং শপিং লিস্ট দিলাম। তাড়াহুড়োর মধ্যে অনেক সময় তালিকা থেকে অনেক কিছু বাদ পড়ে যায়। তাই একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরী করার জন্য এই খুদে প্রয়াস।
কি কি বাদ পড়ল লিসটি থেকে ব্লগার ভাই ও বোনেরা জানাবেন প্লীজ। তালিকায় আর কি কি যুক্ত করতে হবে। তবে খাওয়া-দাওয়া, ট্রান্সপোর্ট, ভিডিও, ফটোগ্রাফি, পারলার, গায়ে হলুদ, বাসর ঘর সাজানো এই তালিকায় অন্তর্ভুক্ত হবেনা। আপনাদের সাপোর্ট নিয়ে একটি সুন্দর ও ইকোনোমি শপিং লিস্ট তৈরি করতে চাই। যারা সম্প্রতি বিয়ে করবেন ভাবছেন তাদের জন্য এই লিস্টটা কাজে আসতেও পারে।

Wedding Shopping List (কনের জন্য)

১। লিপস্টিক
২। লিপ লাইনার
৩। নেইল পলিশ
৪। ফেস পাউডার
৫। আই লাইনার
৬। মাসকারা
৭। আই শেডো বক্স
৮। মেকআপ বক্স
৯। শাম্পু ফর হেয়ার
১০। কনডিশনার
১১। ককোনাট ওয়েল
১২। সাবান
১৩। সোপ বক্স
১৪। পাউডার
১৫। পাউডার বক্স
১৬। টুথ পেস্ট
১৭। টুথ ব্রাশ
১৮। চিড়ুনি
১৯। তোয়ালে
২০। রুমাল
২১। টিপ
২২। আইবুরু পেনসিল
২৩। কাজল
২৪। চুলের কিপ
২৫। চুলের কাটা
২৬। খোপা
২৭। বডি লোশন
২৮। মেহেদি টিউব
২৯। গ্লিটার
৩০। রাখি
৩১। আয়না
৩২। বডি স্প্রে
৩৩। পারফিউম
৩৪। সেফটিপিন (Golden & Silver)
৩৫। চুড়ি (glass, city gold)
৩৬। লাকের নথ (city gold)
৩৯। আলতা
৪০। চুলের জন্য কাপড়ের ফুল
৪১। কুমকুম টিপ
৪২। ঘড়ি
৪৩। ওড়না
৪৪। সেনডেল
৪৫। ফেসওয়াশ
৪৬। শাম্পু আফটার শাউয়ার
৪৭। সান স্ক্রিন বডি লোশন
৪৮। মাউথ ওয়াশ
৪৯। ফেস রিম
৫০। হেয়ার স্ট্রেটনার
৫১। ওলিভোয়েল/মেকআপ রিমুভার
৫২। মশ্চারাইজার
৫৩। টোনার
৫৪। মেকাপ রিমুভার কটন
৫৫। ওরনামেন্ট ব্যাগ
৬৬। ঘড়ি
৫৭। রুমের জন্য স্যান্ডেল (নরম)
৫৮। মিস্ট
৫৯। হেয়ার ড্রায়ার
৬০। হেয়ার স্প্রে
৬১। নেইল কাটার
৬২। ক্যানডেল
৬৩। লেইস

----------------------------------------------------------------------

৬৪। ১ম শাড়ি (বেনারসি)-১ টি
৬৫। ২য় শাড়ি (জামদানি)-১টি
৬৬। ৩য় শাড়ি-১টি
৬৭। ৪থ শাড়ি-১টি
৬৮। সুতি শাড়ি-২ টি
৬৯। সেলোয়ার কামিজ- ২ সেট
৭০। নাইট গাউন
৭১। ব্লাউজ
৭২। পেটিকোট
৭৩। মোজা
৭৪। ট্রলি ব্যাগ
৭৫। ভেনেটি ব্যাগ/ পার্টি ব্যাগ
৭৬। গহনা (গোল্ড + সিটি গোল্ড)
৭৭। জায়নামাজ
৭৮। তাসবিহ
৭৯। কোরান শরিফ
৮০। বোরকা/ স্কার্ফ
৮১। আত্মীয়-স্বজন ও পরিবারবর্গের জন্য পোষাক
৮২। শীতল পাটি
৮৩।
-------------------------------------------------------------------------
বিয়ের শপিং সবার জন্য আনন্দের বন্যা বয়ে আনে। উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে করা হলেও অভিজ্ঞ এবং বয়োজ্যেষ্ঠদের মতামত ও পরামর্শ এখানে খুবই গুরুত্বপূর্ণ। কোনো জিনিস কি পরিমাণে এবং কার কার জন্য কিনতে হবে এসব আগে থেকে স্থির করা না হলে পরে এ নিয়ে জটিলতা ও মান অভিমানের জন্ম নেওয়াটা বিচিত্র কিছু নয়। তাই সবকিছু বিচার বিশেস্নষণ করে কিভাবে বিয়ের শপিংকে সার্থক করা যায়।

সাধ আর সামথ্যের্র সমন্বয়ের মাধ্যমে সমস্ত উপকরণ সঠিক পরিমাণে কেনার জন্য একটা আনুমানিক বাজেট নিশ্চিত করা।
বর, কনে, আত্মীয়-স্বজন ও পরিবারবর্গের সবার জন্য উপহার ও উপঢৌকন-এর আলাদা আলাদা তালিকা তৈরি করতে হবে।

কনের সাজ-সজ্জার প্রয়োজনীয় উপকরণ যেমন পরিধানের শাড়ি, সালোয়ার কামিজ ও লেহেঙ্গা, গহনা, কসমেটিকস এবং অন্যান্য সব কিছুর পুঙ্খানুপুঙ্খ বিবরণসহ তালিকা উভয় পরিবার ও কনের সম্মতি সহ নিশ্চিত করতে হবে।
বরের পরিধেয় বস্ত্রাদি যেমন শেরওয়ানি কিংবা কমপিস্নট সু্যট, প্রসাধনী, জুতো-স্যান্ডেল, এগুলো বরের ব্যক্তিত্ব ও পছন্দের সাথে মানানসই করে তালিকা প্রস্তুত করতে হবে।

বিয়ে পূর্ব ও বিয়ের পরবর্তী গিফটগুলোর জন্য আলাদা তালিকা তৈরি করতে হবে।
ক্রয় করা সকল পণ্যের মূল্য তালিকা যত্ন সহকারে সংরক্ষণ করতে হবে। এতে করে কোনো জিনিস বাদ পড়ল কিনা সে বিষয়ে যেমন নিশ্চিত হওয়া যাবে, তেমনি বাজেটের সাথে খরচের কোনো রকম পার্থক্য হলো কিনা সেটাও জানা যাবে।


Wedding Shopping List (বরের জন্য)



১। শেরওয়ানি
২। পাগড়ি
৩। নাগড়া
৪। পাঞ্জাবি
৫। ওড়না
৬। চুস পাজামা
৭। সেনডেল
৮। সিনভার কালার রাখি
৯। জরির মালা
১০। লুঙ্গি
১১। রুমাল
১২। গামছা
১৩। ব্লেজার
১৪। টাই
১৫। শো /জুতো
১৬। পারফিউম
১৭। বডি স্প্রে
১৮। মোজা
১৯। গেঞ্জি
২০। ট্রাউজার
২১। ট্রলি ব্যাগ
২২। বেল্ট
২৩। শার্ট
২৪। পেন্ট
২৫। শেভিং সেট
২৬। উইডিং ডাইরি
২৭। উইডিং কার্ড
২৮। উইডিং রিং
২৯। উইডিং ফটো এ্যালবাম

আর কি কি লাগবে

আর কিছুইতো মনে আসছেনা..........হেল্প করেন প্লীজ।


কোন মন্তব্য নেই: