এমন শীতের রাতে
হঠাৎ একদিন তুমি বললে ‘হও’
অমনি টুপ করে পায়রা হয়ে গেলাম আমি।
তোমার উর্বশী হাতের তালু থেকে
খুঁটে খেতে লাগলাম সুবর্ণরঙ শস্যদানা।
এক অলৌকিক ক্ষমতাবলে রচিত হলো
আমাদের এক লক্ষ রাতের প্রেমার্ত ঘুম।
তারপর কতইনা উড়িয়েছো তুমি আমাকে
পার্কে, সমুদ্রতীরে, মায়াবনের আঁচল ছুঁয়ে
বিকেলের অবসন্ন রোদ কেটে কেটে
উড়ে গেছে তোমার শুভ্র পায়রার ডানা।
পোষাপাখিকে কী করে চুম্বন শেখাতে হয়
সে তুমি জেনেছো আমারই কাছে।
তুমি এখন বিখ্যাত এক উড়ানবিশারদ।
আজ পৌষের পারদ হিমাঙ্কে নেমে গেছে
হঠাৎ এসে বললে ‘চলে যাও’।
এমন শীতের রাতে পাখিটা কোথায় যাবে?