[url=http://www.gulfup.com/?AomQ4i][img]http://www.gulfup.com/G.png[/img][/url]

বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৩

এমন শীতের রাতে



এমন শীতের রাতে


হঠাৎ একদিন তুমি বললে ‘হও’
অমনি টুপ করে পায়রা হয়ে গেলাম আমি।
তোমার উর্বশী হাতের তালু থেকে
খুঁটে খেতে লাগলাম সুবর্ণরঙ শস্যদানা।
এক অলৌকিক ক্ষমতাবলে রচিত হলো
আমাদের এক লক্ষ রাতের প্রেমার্ত ঘুম।
তারপর কতইনা উড়িয়েছো তুমি আমাকে
পার্কে, সমুদ্রতীরে, মায়াবনের আঁচল ছুঁয়ে
বিকেলের অবসন্ন রোদ কেটে কেটে
উড়ে গেছে তোমার শুভ্র পায়রার ডানা।
পোষাপাখিকে কী করে চুম্বন শেখাতে হয়
সে তুমি জেনেছো আমারই কাছে।
তুমি এখন বিখ্যাত এক উড়ানবিশারদ।
আজ পৌষের পারদ হিমাঙ্কে নেমে গেছে
হঠাৎ এসে বললে ‘চলে যাও’।
এমন শীতের রাতে পাখিটা কোথায় যাবে?

মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৩

এই দুটি আঁখি...



এখনও তোমার চোখের মায়া ভুলিনাই,,,
এখনও তোমার জন্য খুলে রাখি এই দুটি আঁখি...
এখনও তোমার জন্য গৃহকোণ করি সমরচন,,,
এখনও তোমার জন্য যত্ন করি বাগানের চারা গাছ গুলি...

এখনও তোমার চোখের ভাষা ভুলিনাই...
এখনও তোমার জন্য সাজাই আমার পৃথিবী...
এখনও তোমার  জন্য এ হৃদয়ে স্বপ্ন সাজাই...
এখনও তোমার জন্য আমার হৃদয়ে ভালোবাসা খুজে পাই.....♥♥

সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৩

প্রেম ও তর্ক



তুমি কে আমার, চৈতি হাওয়া
তোমার সঙ্গে আমার কিসের সম্পর্ক-
নৈঃশব্দের ঝগড়া প্রেম ও তর্ক ?
কি চাও, কি পেলে তোমার পাওয়া ?
তুমি কে আমার, পুষ্পশাখা ?
তোমার উপর আমার কতটা এখতিয়ার ?


 

বৃষ্টি

 
 
 
যখন আমরা বৃষ্টিতে ভিজে বাসায় ফিরি---

ভাইয়া জিজ্ঞেস করে,
ছাতা নিয়ে বের হস নি কেন??

আপু উপদেশ দেয়,
বৃষ্টি থামার
অপেক্ষা করতে পারলি না!!

...
বাবা রাগ হয়ে বলেন,
বৃষ্টিতে ভিজেছ কেন?? যখন
জ্বর বাঁধাবে তখন বুঝবে!!

কিন্তু মা তার শাড়ির আঁচল
দিয়ে ভেজা মাথা মুছে দেন আর বলেন,
পাজি বৃষ্টিটা তোর বাসায় ফেরা পর্যন্ত
অপেক্ষা করতে পারলো না!!

তাই তো মায়েরা সবার থেকে আলাদা...
একটু বেশিই ভালো...
 
 
 

আজ হঠাৎ করে

 
 
আমি তো কাঁদতে ভুলে গেছি
এই পাষাণ অশ্রু গুলো
কেন জানি এখন আর চোখ থেকে
বয়ে যায় না ।
কেন যেন এখন আর কাঁদতে
পারি না আমি ।
কিন্তু আজ হঠাৎ করে
এ চোখ ভিজে গেল
জানি না কেন কিছু
...
নুনা জল আজ দেখলাম
এ চোখে ।
মনে পরে গেল আমি হয়তো
নিজের অজান্তে তোমায়
ভাবছিলাম তাই ,
আমি তো সেই কবে তোমায়
হারিয়েছি ঠিক মনেও পরে না আমার ।
কিন্তু আজও হারানোর হিংস্র থাবায়
আমার চোখে কান্না আসে ।
আমি তো ভেবেছিলাম আমি
তোমায় ভুলে গেছি । কিন্তু
এ চোখ আমার আবার মনে
করিয়ে দিল পুরনো তোমায়
মনে করিয়ে দিল হারিয়ে যাওয়া
একজন কে ।
তবে কি এটাই ভালোবাসা
মানুষটা হারিয়ে গেলেও
তার জন্য এ হৃদয় কেঁদে যাবে আজীবন ?
তবে কি এ হৃদয় কোন দিনই মুক্তি নেবে না
সেই হারানো ভালোবাসার কষ্ট থেকে ?
তবে কি এমন করেই মাঝে মাঝে নিজের
অজান্তে ভিজিয়ে দিয়ে যাবে আমার এ চোখ ?